মাগো আমরাই রাখিবো তোর মান
মাগো আমরাই রাখিবো তোর মান
আব্দুল কাদির মিয়া
===================
এত রক্ত না না আর এত রক্ত না।
জাত বর্ণভেদ হীন এই মুক্তি পাগলের দেশে।
ওরাই দিয়েছে সেই রক্ত, শহীদের দল-
শ্যামল সবুজে ঘেরা বধূর নোলক পরা এই,
কদমের দেশটাকে ভালোবেসে।
আজ কিসে ঐ সুর শুনি,
ক্ষত বিক্ষত হাহাকারে বেদনা দায়ক,
লাল সবুজে ঘেরা নীল আকাশের দ্বোরে?
যে দাঁড়িয়ে আছে উঁকি মেরে,
বিশ্বসভ্যতার মাঝপথে-
ক্ষতে খোরা বুকে ধরে হাত নেড়ে নেড়ে।
না না আর এত রক্ত না সেথা-
জাত বর্ণভেদ হীন,
এই মুক্তি পাগলের দেশে।
গর্জে উঠেছিলো রণ হাতিয়ার।
বুকের তাজা রক্ত ঢেলে,
তবু ফিরেনি পিছু ছাড়েনি -
মুষ্টি ধরা জন্মভূমি মায়ের,
ন্যায় অধিকার।
শিল্পীর কণ্ঠে ছিলো,
এক নদী রক্ত পেড়িয়ে রক্তিম-
সূর্যের নব জাগরণের গান।
যেথা সুরের তারেতে বেজে উঠেছিলো কান্না-
ঐ দেশ পাগল মুজিবের প্রাণ,
আজ এত রক্ত?
না না আর এত রক্ত না।
আমরাই তাঁর শক্তিধর,
আমরাই করিবো প্রতিকার।
লক্ষ শহীদের আর বিরঙ্গনা মায়ের,
ষোল কোটি সন্তান মোরা।
মরিনি এখনও,
আছি প্রহরীর মত জেগে।
মাগো আমরাই রাখিবো তোর বিজয়ের তরে-
জীবনের রক্ত ফোঁটায় ছিলো যার প্রতিদান।
মাগো আমরাই বুকে রাখিবো ধরে-
তোর সেই সন্তানের স্মৃতি তোর স্বাধীনতা,
বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান-
চির অম্লান।
আব্দুল কাদির মিয়া
===================
এত রক্ত না না আর এত রক্ত না।
জাত বর্ণভেদ হীন এই মুক্তি পাগলের দেশে।
ওরাই দিয়েছে সেই রক্ত, শহীদের দল-
শ্যামল সবুজে ঘেরা বধূর নোলক পরা এই,
কদমের দেশটাকে ভালোবেসে।
আজ কিসে ঐ সুর শুনি,
ক্ষত বিক্ষত হাহাকারে বেদনা দায়ক,
লাল সবুজে ঘেরা নীল আকাশের দ্বোরে?
যে দাঁড়িয়ে আছে উঁকি মেরে,
বিশ্বসভ্যতার মাঝপথে-
ক্ষতে খোরা বুকে ধরে হাত নেড়ে নেড়ে।
না না আর এত রক্ত না সেথা-
জাত বর্ণভেদ হীন,
এই মুক্তি পাগলের দেশে।
গর্জে উঠেছিলো রণ হাতিয়ার।
বুকের তাজা রক্ত ঢেলে,
তবু ফিরেনি পিছু ছাড়েনি -
মুষ্টি ধরা জন্মভূমি মায়ের,
ন্যায় অধিকার।
শিল্পীর কণ্ঠে ছিলো,
এক নদী রক্ত পেড়িয়ে রক্তিম-
সূর্যের নব জাগরণের গান।
যেথা সুরের তারেতে বেজে উঠেছিলো কান্না-
ঐ দেশ পাগল মুজিবের প্রাণ,
আজ এত রক্ত?
না না আর এত রক্ত না।
আমরাই তাঁর শক্তিধর,
আমরাই করিবো প্রতিকার।
লক্ষ শহীদের আর বিরঙ্গনা মায়ের,
ষোল কোটি সন্তান মোরা।
মরিনি এখনও,
আছি প্রহরীর মত জেগে।
মাগো আমরাই রাখিবো তোর বিজয়ের তরে-
জীবনের রক্ত ফোঁটায় ছিলো যার প্রতিদান।
মাগো আমরাই বুকে রাখিবো ধরে-
তোর সেই সন্তানের স্মৃতি তোর স্বাধীনতা,
বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান-
চির অম্লান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০২১ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৩/২০২১beautiful...
-
এম এম হোসেন ২০/০৩/২০২১আমরাই রাখিবো
-
সাখাওয়াত হোসেন ১৭/০৩/২০২১অসাধারণ সৃষ্টি
-
ফয়জুল মহী ১৭/০৩/২০২১বাহ্ চমৎকার প্রকাশ।