www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জমেই থাকে ভিড়

জমেই থাকে ভিড়
আব্দুল কাদির মিয়া
===========
জমেই থাকে ভিড়-
মনের দ্বোরে,
অপরের তরে বিলিয়ে দিতে।

অবিরাম ক্লান্ত বলে নিদ্রাটুকু,
সেও করেছিলো মিনতির তাড়না।
পারিনি আমি বঞ্চিত করিতে তাঁরে।
চেলে ফেলে কিছু তুলে দিতেই দেখি,
বলে যে ওরা-
পৃথিবীর সমুদ্র নিয়ে আমরাতো দাঁড়িয়েই আছি-
দূরন্ত দেখিতে তোমার।

তুমি কিনা করুণার স্পর্শে কাতর?
তুমি যেন মাপুনির কনকনে পাথরের কপাল পোড়া।
অনিয়মেই আকাশের মেঘ-
চোখ ভেসে ঝরে পরে বালুকাতে,
ওরাইতো এ মাটির আগুনের ঝড়।

ঢেলে দাও তুমি সেথায় আমাদের জল,
আমরাই তুলিব প্রলয়ের ঝড়।
সারা বিশ্বে তলিয়ে দেব-
নিশ্চিহ্ন করে সবই অনিয়ম।

সুখ পারেনা তোমায় সরিয়ে নিতে,
একটুও আমাদের করিয়া পর।
যেথায় বিনয়ের দ্বার ঘেষে আমরাই জড়ো,
সেথায় শুকনো যে তোমার ঐ মমতার ঘর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast