www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পোড়া অন্তর

পোড়া অন্তর
আব্দুল কাদির মিয়া
===========
দুনিয়ারে পোড়া অন্তরে আজও চেয়ে থাকি
আছে আর কতদিন তোর বাকি।
বসে আছি পথ চেয়ে-
সেই কবে মরে গিয়ে-
আগুনের দুঃখগুলো বুকে লইয়ে,
দিলো যারা বিশ্বাসে-
জনমের ফাঁকি।
দুনিয়ারে আছে আর কতদিন তোর বাকি।

আত্মার দেশে আমি ভবঘুরে-
হয়ে এক দীপালি,
ব্যথিত চোখের জলে-
আঘাতের রক্ত ফোঁটা-
মিশে ওরা পাশে মোর ত্রিশালে।

বলে আমি নই একা-
ওরা পাবেতো সবারই দেখা,
আমি যেন শুধু চেয়ে দেখি-
ঐ শোধ নিতে নাহি রবে বাকি,
দুনিয়ারে পোড়া অন্তরে-
আজও চেয়ে থাকি,
আছে আর কতদিন তোর বাকি।

জীবনের সাধটুকু ফুড়ালোনা কিছু মোর-
ডুবে গেলো অবেলাতে সবই,
আহত পাখির ডানা-
মেলে যেন পিপাসাতে-
দেখে মৃত্যুর মুখোমুখি ছবী।

মোরে আর নাহি পাবে খুঁজে-
আছি চির চোখ বুঝে,
তবু আমি সবই দেখে থাকি।

দুনিয়ারে পোড়া অন্তরে-
আজও চেয়ে থাকি,
আছে আর কতদিন তোর বাকি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast