মরণ পঞ্জিকা
মরণ পঞ্জিকা
আব্দুল কাদির মিয়া
===========
শিয়রে মোর মরণ পঞ্জিকা-
নিঃশ্বাসে মিলে শুধু ক্ষয়,
পাশে বেনিতে বাঁধন জুঁই মালতী হেসে,
মোর বাসরে চাহে তাঁর জয়।
ভরা যৌবন কত স্বপনের সুখ-
এই লগ্ন জোয়ারে সেই মালতীর মুখ,
মালা বদলে করিয়া বরন,
সেবিল যে প্রাণনাথের চরণ।
কুমারীর বাঁধ পেরিলো আজই-
ছিটিয়ে অঞ্জলি ফুল।
হিয়া মোর তবু কহে বারবার-
চির কুমারীর পথ পায়নি সে পার,
ছুইনি বলে দিক পাশ কেটে তাঁরে,
জীবন আমার আছে কি সে দূর?
হয় যেন সত্য নহে তাঁর ভুল।
এ কোন অচেনা পথে চিহ্নহীন ডোরে গেঁথে,
হৃদয় মমতার সাত মোহনার জলে।
চলেছি ডুবিতে মোরা-
দিয়ে সিঁথে সিঁদুর শাঁখা জোড়া।
আজই বাসরে করিতে দান।
সেই শুকনো চোখের কাঁদা-
যবে মিলন তির্থে ফেলে,
তুমি নয় আমি যাব,
লুণ্ঠিত ধূলিকার অতলে।
আব্দুল কাদির মিয়া
===========
শিয়রে মোর মরণ পঞ্জিকা-
নিঃশ্বাসে মিলে শুধু ক্ষয়,
পাশে বেনিতে বাঁধন জুঁই মালতী হেসে,
মোর বাসরে চাহে তাঁর জয়।
ভরা যৌবন কত স্বপনের সুখ-
এই লগ্ন জোয়ারে সেই মালতীর মুখ,
মালা বদলে করিয়া বরন,
সেবিল যে প্রাণনাথের চরণ।
কুমারীর বাঁধ পেরিলো আজই-
ছিটিয়ে অঞ্জলি ফুল।
হিয়া মোর তবু কহে বারবার-
চির কুমারীর পথ পায়নি সে পার,
ছুইনি বলে দিক পাশ কেটে তাঁরে,
জীবন আমার আছে কি সে দূর?
হয় যেন সত্য নহে তাঁর ভুল।
এ কোন অচেনা পথে চিহ্নহীন ডোরে গেঁথে,
হৃদয় মমতার সাত মোহনার জলে।
চলেছি ডুবিতে মোরা-
দিয়ে সিঁথে সিঁদুর শাঁখা জোড়া।
আজই বাসরে করিতে দান।
সেই শুকনো চোখের কাঁদা-
যবে মিলন তির্থে ফেলে,
তুমি নয় আমি যাব,
লুণ্ঠিত ধূলিকার অতলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৪/২০২১ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৩/২০২১beautiful...
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৩/২০২১সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২১চমৎকার প্রকাশ।