মিথ্যের গর্ব
মিথ্যের গর্ব
আব্দুল কাদির মিয়া
===========
হে অক্ষয় বিশ্ব
ওরা বলে আমি নিঃস্ব।
আমি বলিনি তাহা,
শুধু এইটুকু আমি বলিতে করিবনা ভিয়।
তুমি যে আছো আমারই মাঝে-
তোমার ভুবনের অজান্তে,
হয়ে সদৃশ্য- হয়ে চিরসত্য চির অম্লান চির অক্ষয়,
তাহলে তুমিই বলো,
ওরা কি মিথ্যেবাদী নয়?
তোমায় পিছনে ফেলে যারা,
করিলো জয় তোমারি ধরা।
ওরা কি নিঃস্ব নিয়?
লয় হয়েছে তাঁরা এমনি যাহার আছে চির ক্ষয়।
বারিবর্ষণ স্পর্শ করিতে ওরা নহে বিচলিত আত্ম হর্ষে।
চাহিতে বারি টিপিলেই কল ঝপ ঝপিয়া পরে তাহা ধরসে।
যাহা আমার স্পর্শ করিতে হয়,
বর্ষে যখন তোমারি মেঘালয়।
শীত রজনী পোহায় যারা সুখের নিদ্রা ঘোরে,
ইচ্ছের গোলাম তাপ যে তাঁদের,
তাপে শয়ন ঘরে।
আমার শয়নে রজনী পোহায় কাঁপিয়া থর থরে,
তাপ সে আমি পাই প্রভাতে,
তোমার অরুণ উদয়ে দোরে।
খরা দুপুরের তৃষ্ণা তাঁদের মিটায় শীতল কলে।
আমারই তৃষ্ণা মিটায় তোমার শিলা বর্ষন জলে।
হে অক্ষয় বিশ্ব-
তাইতো ওরা বলে আমি নিঃস্ব।
যাহা আছে ওদের,
শুধু তুমি নও তাঁদের।
তবুও সবই আছে বলিতে ওরা,
করেনা কখনো ভয়।
তাহলে তুমিই বলো-
ওরা কি মিথ্যেবাদী নয়?
আব্দুল কাদির মিয়া
===========
হে অক্ষয় বিশ্ব
ওরা বলে আমি নিঃস্ব।
আমি বলিনি তাহা,
শুধু এইটুকু আমি বলিতে করিবনা ভিয়।
তুমি যে আছো আমারই মাঝে-
তোমার ভুবনের অজান্তে,
হয়ে সদৃশ্য- হয়ে চিরসত্য চির অম্লান চির অক্ষয়,
তাহলে তুমিই বলো,
ওরা কি মিথ্যেবাদী নয়?
তোমায় পিছনে ফেলে যারা,
করিলো জয় তোমারি ধরা।
ওরা কি নিঃস্ব নিয়?
লয় হয়েছে তাঁরা এমনি যাহার আছে চির ক্ষয়।
বারিবর্ষণ স্পর্শ করিতে ওরা নহে বিচলিত আত্ম হর্ষে।
চাহিতে বারি টিপিলেই কল ঝপ ঝপিয়া পরে তাহা ধরসে।
যাহা আমার স্পর্শ করিতে হয়,
বর্ষে যখন তোমারি মেঘালয়।
শীত রজনী পোহায় যারা সুখের নিদ্রা ঘোরে,
ইচ্ছের গোলাম তাপ যে তাঁদের,
তাপে শয়ন ঘরে।
আমার শয়নে রজনী পোহায় কাঁপিয়া থর থরে,
তাপ সে আমি পাই প্রভাতে,
তোমার অরুণ উদয়ে দোরে।
খরা দুপুরের তৃষ্ণা তাঁদের মিটায় শীতল কলে।
আমারই তৃষ্ণা মিটায় তোমার শিলা বর্ষন জলে।
হে অক্ষয় বিশ্ব-
তাইতো ওরা বলে আমি নিঃস্ব।
যাহা আছে ওদের,
শুধু তুমি নও তাঁদের।
তবুও সবই আছে বলিতে ওরা,
করেনা কখনো ভয়।
তাহলে তুমিই বলো-
ওরা কি মিথ্যেবাদী নয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৬/০৩/২০২১চমৎকার কবি দা
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২১চমৎকার লিখেছেন। বেশ ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৩/২০২১nice poem