শোক দিবস
শোক দিবস
আব্দুল কাদির মিয়া
===========
শোক দিবসে বুকের ধ্বনি
পায়না খুঁজে ভাষা।
ওগো জাতির পিতা-
তোমার জাতির তরে,
ফুরালো না আর এই জনমে-
সেই শান্ত মনের আশা।
জনম জীবন কাটলো তোমার-
দেশের শোষণ পারে।
যৌবন খানি ফুরালো তোমার,
বন্দী জুলুম ঘরে।
স্বপ্নগুলো হাজার মানিক-
শত প্রদীপ জ্বলা,
যার আলোতে দেখতে তুমি,
বঙ্গবাসীর চলা।
এই সবুজ আর এই শ্যামলে-
এই ফাগুন আর এই শিমুলে,
তোমার রক্ত ফোঁটায় ফোঁটায়,
গাইছে জাতির গান।
তোমার জীবন শূন্য করে-
বিলিয়ে দিলে দেশের তরে,
তুমি শুধু বঙ্গবন্ধু-
জাতিই তোমার প্রাণ।
ঊষা জাগা পূর্ব ধরে-
অস্ত বেলা পশ্চিম পাড়ে,
তোমার বইছে হৃদয় নদী যেন,
তারার ছটা ধরে।
দুঃখী মায়ের চোখের পানি-
উপোষ ক্ষুধার অন্ন খানি,
তোমার হাল ধরা সেই তরীর মাঝে,
ছুটছে বাদাম উড়ে।
জাতির পাগল জাতির বন্ধু-
জাতির পিতা তুমি,
পারো কি তুমি সব ছেড়ে-
ঐ থাকতে চির ঘুমে?
তোমার রক্তে জামাল কামাল-
রাসেল খুনির শূলে,
ওরা সবাই মরে পড়লো,
নিথর বঙ্গ মাতার কোলে।
ওরা সবাই তোমার একহাত ধরা-
রক্ত পড়ে ঝরে,
দেখি আরেক হাতে সেই-
লাল সবুজের,
বঙ্গ নিশান উড়ে।
হতাশ মোরা দেশবাসী আজ-
সেতো রইবে জনম ভরে,
হাজার চোখের কান্নায় তুমি-
আসবে কি আর ফিরে?
তাইতো মোদের আর নহে ভুল-
তোমার মতের সনদ খানি-
যেন দেশের তরে জাগিয়ে রাখি,
সব হৃদয় ও মনে।
আব্দুল কাদির মিয়া
===========
শোক দিবসে বুকের ধ্বনি
পায়না খুঁজে ভাষা।
ওগো জাতির পিতা-
তোমার জাতির তরে,
ফুরালো না আর এই জনমে-
সেই শান্ত মনের আশা।
জনম জীবন কাটলো তোমার-
দেশের শোষণ পারে।
যৌবন খানি ফুরালো তোমার,
বন্দী জুলুম ঘরে।
স্বপ্নগুলো হাজার মানিক-
শত প্রদীপ জ্বলা,
যার আলোতে দেখতে তুমি,
বঙ্গবাসীর চলা।
এই সবুজ আর এই শ্যামলে-
এই ফাগুন আর এই শিমুলে,
তোমার রক্ত ফোঁটায় ফোঁটায়,
গাইছে জাতির গান।
তোমার জীবন শূন্য করে-
বিলিয়ে দিলে দেশের তরে,
তুমি শুধু বঙ্গবন্ধু-
জাতিই তোমার প্রাণ।
ঊষা জাগা পূর্ব ধরে-
অস্ত বেলা পশ্চিম পাড়ে,
তোমার বইছে হৃদয় নদী যেন,
তারার ছটা ধরে।
দুঃখী মায়ের চোখের পানি-
উপোষ ক্ষুধার অন্ন খানি,
তোমার হাল ধরা সেই তরীর মাঝে,
ছুটছে বাদাম উড়ে।
জাতির পাগল জাতির বন্ধু-
জাতির পিতা তুমি,
পারো কি তুমি সব ছেড়ে-
ঐ থাকতে চির ঘুমে?
তোমার রক্তে জামাল কামাল-
রাসেল খুনির শূলে,
ওরা সবাই মরে পড়লো,
নিথর বঙ্গ মাতার কোলে।
ওরা সবাই তোমার একহাত ধরা-
রক্ত পড়ে ঝরে,
দেখি আরেক হাতে সেই-
লাল সবুজের,
বঙ্গ নিশান উড়ে।
হতাশ মোরা দেশবাসী আজ-
সেতো রইবে জনম ভরে,
হাজার চোখের কান্নায় তুমি-
আসবে কি আর ফিরে?
তাইতো মোদের আর নহে ভুল-
তোমার মতের সনদ খানি-
যেন দেশের তরে জাগিয়ে রাখি,
সব হৃদয় ও মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাকির হোসেন `বিপ্লব' ০৮/০৯/২০২০
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৮/২০২০heart touching...
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৮/২০২০অপূর্ব লেখনী।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৮/২০২০ভালো লাগলো।
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৮/২০২০সুন্দর
-
Biswanath Banerjee ১৭/০৮/২০২০Valo
-
ফয়জুল মহী ১৭/০৮/২০২০Respect
ভাল লাগলো প্রিয় কবিজী।। অনন্ত শুভকামনা জানবেন।।