তুই আসবি কবে ভাই
তুই আসবি কবে ভাই
আব্দুল কাদির মিয়া
=============
ঐ কবে সেই ছোট্ট আছু
খড়ি টোকার সাথী।
আমি যে তাঁর ছোট্ট সে ভাই,
নেংটা মাথায় আঁটি।
রাবি,রুকি,আকি,আমেনা,
এক দলেতে সবি।
নানির বাঁশের ঝোপ ডগাতে-
যেন বাদুড় ছবি।
এই ক্ষনেতে বৃষ্টি মশাল-
মধ্য বেলা পাড়ে,
আজ,পনেরো সেই জৈষ্ঠ্যে-
আমি যেন সেইদিনের সেই দারে।
আজ আমি সেই ছোট্ট সে নই-
মোর জীবনের ভেলা।
ভেসে ভেসেই যৌবন নদী,
খেলছে পাড়ের খেলা।
ছোট্ট আছুর খর বাউল কেশ,
যেন এই ক্ষনেও কালো।
দেখি আমি চোখ বুজিয়া,
চোখ মেলে সব আলো।
ধব ধবে সেই কেশ গুলো আজ,
বলছে মোরে ভাই।
তোর খেলাতে আমার ভেলার,
কোন জুড়ি নাই।
ছুটছি আমি গতীর ধারে,
আমার ভেলা ছুইতে পারে,
তোঁর ছোটরা তোঁর ভেলাতে-
উঠবে যখন তাই।
মোর জীবনের সন্ধ্যে ঘনা-
এই বুঝি ভাই ডুবলো অধুনা,
রইবো চেয়ে তোঁর দিকে-
তুই আসবি কবে ভাই।
আব্দুল কাদির মিয়া
=============
ঐ কবে সেই ছোট্ট আছু
খড়ি টোকার সাথী।
আমি যে তাঁর ছোট্ট সে ভাই,
নেংটা মাথায় আঁটি।
রাবি,রুকি,আকি,আমেনা,
এক দলেতে সবি।
নানির বাঁশের ঝোপ ডগাতে-
যেন বাদুড় ছবি।
এই ক্ষনেতে বৃষ্টি মশাল-
মধ্য বেলা পাড়ে,
আজ,পনেরো সেই জৈষ্ঠ্যে-
আমি যেন সেইদিনের সেই দারে।
আজ আমি সেই ছোট্ট সে নই-
মোর জীবনের ভেলা।
ভেসে ভেসেই যৌবন নদী,
খেলছে পাড়ের খেলা।
ছোট্ট আছুর খর বাউল কেশ,
যেন এই ক্ষনেও কালো।
দেখি আমি চোখ বুজিয়া,
চোখ মেলে সব আলো।
ধব ধবে সেই কেশ গুলো আজ,
বলছে মোরে ভাই।
তোর খেলাতে আমার ভেলার,
কোন জুড়ি নাই।
ছুটছি আমি গতীর ধারে,
আমার ভেলা ছুইতে পারে,
তোঁর ছোটরা তোঁর ভেলাতে-
উঠবে যখন তাই।
মোর জীবনের সন্ধ্যে ঘনা-
এই বুঝি ভাই ডুবলো অধুনা,
রইবো চেয়ে তোঁর দিকে-
তুই আসবি কবে ভাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৭/২০২০নান্দনিকতার অপূর্ব মিশ্রন ঘটেছে। শুভকামনা রইলো
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২০সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা
-
ইবনে মিজান ২৭/০৭/২০২০কৈশোর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৭/২০২০So Beautiful.
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০২০ভালোবাসার আকুতি।
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৭/২০২০খুবই ভালো লেখা