www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাশর মিজান পুলসিরাতের পাড়ে

হাশর মিজান পুলসিরাতের পাড়ে
আব্দুল কাদির মিয়া
==================
আসোনি পর ভব সঞ্চয়ে
সবার উপর সৃষ্টি জীবে,
মুখরিত এই ভবের জনম,
দেখিবার তরে।
গতির প্রবাহে তনু,
শলিল ডাকিলে কোনো,
আঁখি পাতে মুছে দাও,
মম হাত ধরে।
যবে ঘুমায় সৃজিত সবি,
শান্ত নিভির,
নিঘুমে ওরা ঝুমে,
কিছু চাহিয়া।
তবে,পোড়নির সুরে কিছু গান করে,
কিছু করে নিশি পার,
কিছু কহিয়া।
ওরা লিপির বাঁধনে এলে-
লিখুনির মুখ তুলে,
ধরিবে কি জীবনে নিয়তির খেল।
সেই ভাবনার তীর বেয়ে-
নিপুণে এগোতে গিয়ে,
শুকালো আঁকার কালি,
ফুঁড়ালো সে বেল।
যেন রবির ফুটিতে কিরণ-
কুহেলিকা কুহকে,
ডুবেও নেতিয়ে নেই-
নীহারের তলে।
তেন নির্মম ভাগ্য কুহরে ওরা-
কেঁদে সেই রাত ভরা,
জাগিয়া প্রভাত ফিরে-
লালি চোখ পাতা মেলে,
বলে সাব বোজা খানি-
লই আমি তুলে?
ওরা কলি কাটা বনে-
ভুবনের একালে,
নেই রং বাহারিতে নাহি ফোটে মেলে।
তবে আজ নহে সেই দিন-
তিন যম দারে,
আধারের দীপ ওরা,
ছুটিবে আগুন ঘোড়া,
হাশর,মিজান,পুলসিরাতের পাড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast