ভিড়াই তরীর গতি
ভিড়াই তরীর গতি
আব্দুল কাদির মিয়া
=============
দেখনা কে যায় বিষ নদীতে
নাওয়া সারিতে।
শীতল কাঁপা পরাণ খানি,
উনুন ঝারিতে।
হাসিলে যার চোখ বেয়ে জল-
গড়ায় না চোখ কোনে,
এই বুঝি সেই পড়লো খসে,
জ্বলার ফলন বনে।
ঢেউ খেলানো পরাণ খানি,
জীবন তরী বেয়ে,
না পায় খুঁজে কূল কিনারা-
যাত্রী পোষ্য নিয়ে।
ওরা শুধুই ছন্দ মালার-
ছন্দে মুতির ফুল,
লিখুনিতে ওদের ভিনে,
না পায় জ্যোতির কূল।
পাতায় পাতায় জনম ধরে,
থাকবে ওরা ক্ষোভ সিঁদুরে।
গায় কবিয়াল গায় মাঝি ধন,
উজান ভাটি ঘুরে।
এমনি করে রইবে ওরা,
থাকবে ভাবুক সুরে।
আয় সুধীগন আয় মহাজন,
আয় না হে দেশ পতি।
ওদের নিয়তির খেল আর না বলে,
তিন ধরে এক হাতের বলে।
উড়াই গানে জাতির সনদ,
ভিড়াই তরীর গতি।
আব্দুল কাদির মিয়া
=============
দেখনা কে যায় বিষ নদীতে
নাওয়া সারিতে।
শীতল কাঁপা পরাণ খানি,
উনুন ঝারিতে।
হাসিলে যার চোখ বেয়ে জল-
গড়ায় না চোখ কোনে,
এই বুঝি সেই পড়লো খসে,
জ্বলার ফলন বনে।
ঢেউ খেলানো পরাণ খানি,
জীবন তরী বেয়ে,
না পায় খুঁজে কূল কিনারা-
যাত্রী পোষ্য নিয়ে।
ওরা শুধুই ছন্দ মালার-
ছন্দে মুতির ফুল,
লিখুনিতে ওদের ভিনে,
না পায় জ্যোতির কূল।
পাতায় পাতায় জনম ধরে,
থাকবে ওরা ক্ষোভ সিঁদুরে।
গায় কবিয়াল গায় মাঝি ধন,
উজান ভাটি ঘুরে।
এমনি করে রইবে ওরা,
থাকবে ভাবুক সুরে।
আয় সুধীগন আয় মহাজন,
আয় না হে দেশ পতি।
ওদের নিয়তির খেল আর না বলে,
তিন ধরে এক হাতের বলে।
উড়াই গানে জাতির সনদ,
ভিড়াই তরীর গতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১১/০৭/২০২০বাহ্ চমৎকার
-
কুমারেশ সরদার ১০/০৭/২০২০বাহ্!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৭/২০২০অনেক অনেক ভলো।
-
শাহীন রহমান (রুদ্র) ১০/০৭/২০২০দারুণ লিখেছেন।
শুভেচ্ছা রইল। -
মোঃ শাহাদাত শিকদার ১০/০৭/২০২০উড়াই গানে জাতির সনদ।বাহ!!!
-
জানবক্স খান ১০/০৭/২০২০ছোট্ট সুন্দর।
-
ফয়জুল মহী ১০/০৭/২০২০অতুলনীয় কাব্যশৈলী, বেশ ভাল লাগলো,