দেখোনা হে মেঘের খেলা
দেখোনা হে মেঘের খেলা
আব্দুল কাদির মিয়া
================
দেখোনা হে মেঘের খেলা
এখন ও সন্ধ্যা বাকি,
আছে অনেক বেলা।
ঐ কালো আধারের নেই ভয়-
সুরুজের আলো ছড়া-
আকাশের বুকে ধয়া,
মেঘের আড়ালে তাঁরা,
করে অভিন।
ঐ কালো আধারের নেই ভয়।
আর কিছু সময়ের মিনতি-
থাকোনা পাশে ওগো,
তুমি আমার কবিতার সুরভী,
তৃষ্ণায় নীল কাঁচে ভরা জল।
আমি ঢেলে সে হৃদয়ে-
দেবো তাঁর দাম।
এক ফুল পৃথিবী উপহার।
যে ফুল ঝরেনা খসে-
মরে না সে ভালোবেসে
জনম জনম বিধে মনে গেঁথে রয়।
ঐ কালো আধারের নেই ভয়।
যেন রাতের আকাশে চাঁদ-
রুপালী পৃথিবী গড়ে,
ঢলো ঢলো ফেলে তাঁর জ্যোৎস্না।
দিনের সোনালী রোদে-
নিজেকে হারিয়ে বলে,
ভালোবাসি আমাকে ভুলো না।
আমি চাঁদ তুমি রবি-
দুজন দুজনের ছবি,
আমি ফুল তুমি কলি,
একি ডালে হেলি দোলি,
কেউ কারে ফেলে যেতে নয়।
ঐ কালো আধারের নেই ভয়।
দেখোনা হে মেঘের খেলা-
এখনো সন্ধ্যা বাকি,
আছে অনেক বেলা।
আব্দুল কাদির মিয়া
================
দেখোনা হে মেঘের খেলা
এখন ও সন্ধ্যা বাকি,
আছে অনেক বেলা।
ঐ কালো আধারের নেই ভয়-
সুরুজের আলো ছড়া-
আকাশের বুকে ধয়া,
মেঘের আড়ালে তাঁরা,
করে অভিন।
ঐ কালো আধারের নেই ভয়।
আর কিছু সময়ের মিনতি-
থাকোনা পাশে ওগো,
তুমি আমার কবিতার সুরভী,
তৃষ্ণায় নীল কাঁচে ভরা জল।
আমি ঢেলে সে হৃদয়ে-
দেবো তাঁর দাম।
এক ফুল পৃথিবী উপহার।
যে ফুল ঝরেনা খসে-
মরে না সে ভালোবেসে
জনম জনম বিধে মনে গেঁথে রয়।
ঐ কালো আধারের নেই ভয়।
যেন রাতের আকাশে চাঁদ-
রুপালী পৃথিবী গড়ে,
ঢলো ঢলো ফেলে তাঁর জ্যোৎস্না।
দিনের সোনালী রোদে-
নিজেকে হারিয়ে বলে,
ভালোবাসি আমাকে ভুলো না।
আমি চাঁদ তুমি রবি-
দুজন দুজনের ছবি,
আমি ফুল তুমি কলি,
একি ডালে হেলি দোলি,
কেউ কারে ফেলে যেতে নয়।
ঐ কালো আধারের নেই ভয়।
দেখোনা হে মেঘের খেলা-
এখনো সন্ধ্যা বাকি,
আছে অনেক বেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৭/২০২০অনেক সুন্দর লেখা।
-
Md. Rayhan Kazi ০৬/০৭/২০২০অসাধারণ লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৭/২০২০অপূর্ব লেখনী।
-
ফয়জুল মহী ০৬/০৭/২০২০Excellent