www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেইদিন সেই ছোট কাল

সেইদিন সেই ছোট কাল
আব্দুল কাদির মিয়া
===============
সেইদিন সেই ছোট কাল
আসিবেকি জীবনে আবার?
তবে, পেতাম খুঁজে সেই বাবার আদর-
মার হাতে লেবু শশা,
আমি আম লাল।
সেইদিন সেই ছোট কাল।
সেইদিন কান্নার এতো সুখ-
জল নেই খালি চোখে,
মুখ খুলে শুধু দুঃখে,
বাবা বলে ডাকিলেই-
তাঁরি মুখ।
দেখি যেন হাসি ঝরে-
আদরের ফুল পড়ে,
গাং পাড়ে তরী যেন,
ছুটে উড়া পাল।
সেইদিন সেই ছোট কাল।
আজ আমি সেখানে নেই আর-
চলে গেছি বহু দূরে,
ছুটে চলা পথ ঘুরে,
ফুড়ালো সে দিনগুলো,
সবি যে আমার।
তবে, ডুমুর হেলানো তলে-
তৃনলতা ঘেরা সেই শিয়রে।
চোখপড়া জল আজি,
বুকের পাঁজর ভিজে।
নিথর চাহনি তবু-
ফেল ফেলে কারে খোঁজে?
আদরের নেই কেউ,
সবি যেন কাল।
সেইদিন সেই ছোট কাল-
আসিবে কি জীবনে আবার?
তবে, পেতাম ফিরে সেই-
বাবার আদর।
মার হাতে লেবু শশা,
আমি আম লাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast