www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দায় ভার

দায় ভার
আব্দুল কাদির মিয়া
=============
পারলাম কিনা করতে কিছু
মন, দেখো ভাবিয়া,
চারপাশ ঘিরিয়া মানুষ-
আছে দাঁড়াইয়া।
দেখি, নাই দরিয়া সিন্ধু নদের-
সব উঠলো চোখে পানি।
তাঁর গড়ায় বুকের মাঝ বহিয়া-
কার ভয়েতে জানি।
সিন্ধু নদের নাই কোন ডর-
আমার দায় সে স্মরণ করে,
তাঁর শঙ্কিত হৃদে উঠছে কাঁপন,
আমার ঐ ভব পারে।
সেই খেয়ালে চোখ বুজিয়া-
মরার আগে মরে,
দেখ ভুলা মন মানুষ আমায়,
দায়ের তরে-
রাখলো কেমন ঘিরে।
তাই, বলনা হে চোখ-
এতো ঘুম কেন আজ?
দেখনা ভাবিয়া,
আমায় ঘুমের ঘরে যম যদি ভাই-
ফেলে ধরিয়া।
কাঁদলো যারা নীরবেতে-
নিশি করে পার।
মরার আগে মরলো যারা-
ভাবতে একবার।
যম নাহি আর খুঁজে তাঁরে-
মৃত্যু করিতে।
সেতো আসে মায়ের বুকে-
সব ভাবনার ইতি ঠোকে,
নিষ্পাপী এক শিশু যেন-
ঘুম পাড়ানিতে।


বানীঃ- মধুর ফোঁটাতে মধু-
এ কোন ফুলের মধু?
যার মূল আছে কূল নেই,
শুধু নামের জাদু।
(আল্লাহ্)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast