কি হতে চাও
কি হতে চাও?
আব্দুল কাদির মিয়া
============
কি হতে চাও কি পেতে চাও
এই জীবনের ঘরে?
নিজকে নিজেই দাও সে কথা-
মন হীরে ধার করে।
যেমনি তুমি লিখতে চাও সব-
সবার সেরা লেখা।
তবে মন দেয়া সেই পথে হেঁটে-
কলম যারি পেয়েছে দেখা,
তাহাই কলম ভাগ্য মেনে,
খাতায় লিখন ধরে।
যাহা পড়লে মানুষ তোমার মিটবে আশা-
নয়তো রবে ঘিরে।
নর কি নারী নয় সে কথা-
এক এক প্রতিজন।
যদি হয় সে অনাথ নিঃস্ব ফকির-
তবু শুধুই হীরক মন।
দেয় যে তাঁরে সকল পুঁজি,
ঐ ইচ্ছে টা তাঁর ধরিয়ে রুজি,
তবে ঘাম ঝরানো শ্রমে এবার,
মিলে সে আশার ধন।
শূন্য বলে নেই কোন হাত-
মোদের চড়ণ তলে,
এই মাটির ঘড়া নর দেহতে,
রক্ত স্রোতের বলে।
যদি কর্ম শুধু সুতায় বাঁধা-
বেলুন বাতাস ভরে,
লয় কাঁধে তাঁর-
তবে পায়ের খেপা-
গতির সীমা,
নেয় শূন্য পূরণ করে।
যেন গগন চাঁদের স্বপন-
মনের বৈঠা খানি বেয়ে,
তাঁর ইচ্ছে গতির ক্ষিপ্ত পালে,
সত্য হলো সে পেয়ে।
আজ শত জনম জনম দূরে-
জমিয়ে সেথা পাড়ি,
হয়তো বা কাল বাঁধবে মানুষ-
চাঁন্দ্র সখের বাড়ি-
ঐ সবগুলো জয় শক্তি মিলে-
ইচ্ছাহিরক ধারে।
যে শূন্য হাতেই পুঁজির রুজি-
কর্মে মিলায় তাঁরে।
তুমি কি হতে চাও কি পেতে চাও-
বলো কানে শুনে।
আবারো বলি-
হয় যেন সে হীরক ধারাল-
মনের চাওয়া পণে।
দেখবে যে এক আজব ঝড়ের-
আগুন হাওয়া বয়ে,
পুড়বে সকল আশার নাশা,
মিথ্যে লাজ ভয় ধেয়ে।
তবেই মনের ঐ আকাশে-
ফুটবে হাজার তারা,
আর ঘুচবে তোমার চোখের আধার,
দেখবে জয়ের ধারা।
আব্দুল কাদির মিয়া
============
কি হতে চাও কি পেতে চাও
এই জীবনের ঘরে?
নিজকে নিজেই দাও সে কথা-
মন হীরে ধার করে।
যেমনি তুমি লিখতে চাও সব-
সবার সেরা লেখা।
তবে মন দেয়া সেই পথে হেঁটে-
কলম যারি পেয়েছে দেখা,
তাহাই কলম ভাগ্য মেনে,
খাতায় লিখন ধরে।
যাহা পড়লে মানুষ তোমার মিটবে আশা-
নয়তো রবে ঘিরে।
নর কি নারী নয় সে কথা-
এক এক প্রতিজন।
যদি হয় সে অনাথ নিঃস্ব ফকির-
তবু শুধুই হীরক মন।
দেয় যে তাঁরে সকল পুঁজি,
ঐ ইচ্ছে টা তাঁর ধরিয়ে রুজি,
তবে ঘাম ঝরানো শ্রমে এবার,
মিলে সে আশার ধন।
শূন্য বলে নেই কোন হাত-
মোদের চড়ণ তলে,
এই মাটির ঘড়া নর দেহতে,
রক্ত স্রোতের বলে।
যদি কর্ম শুধু সুতায় বাঁধা-
বেলুন বাতাস ভরে,
লয় কাঁধে তাঁর-
তবে পায়ের খেপা-
গতির সীমা,
নেয় শূন্য পূরণ করে।
যেন গগন চাঁদের স্বপন-
মনের বৈঠা খানি বেয়ে,
তাঁর ইচ্ছে গতির ক্ষিপ্ত পালে,
সত্য হলো সে পেয়ে।
আজ শত জনম জনম দূরে-
জমিয়ে সেথা পাড়ি,
হয়তো বা কাল বাঁধবে মানুষ-
চাঁন্দ্র সখের বাড়ি-
ঐ সবগুলো জয় শক্তি মিলে-
ইচ্ছাহিরক ধারে।
যে শূন্য হাতেই পুঁজির রুজি-
কর্মে মিলায় তাঁরে।
তুমি কি হতে চাও কি পেতে চাও-
বলো কানে শুনে।
আবারো বলি-
হয় যেন সে হীরক ধারাল-
মনের চাওয়া পণে।
দেখবে যে এক আজব ঝড়ের-
আগুন হাওয়া বয়ে,
পুড়বে সকল আশার নাশা,
মিথ্যে লাজ ভয় ধেয়ে।
তবেই মনের ঐ আকাশে-
ফুটবে হাজার তারা,
আর ঘুচবে তোমার চোখের আধার,
দেখবে জয়ের ধারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২০মনোরম ও চমকপ্রদ কথামালা l
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৬/২০২০বেশ!
-
Md. Rayhan Kazi ৩০/০৬/২০২০অসম্ভব সুন্দর লেখনী
-
এম. মাহবুব মুকুল ৩০/০৬/২০২০দারুণ কাব্যকথা।
-
কুমারেশ সরদার ৩০/০৬/২০২০সুন্দর