www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি মোর জীবনের সোনাঘর

তুমি মোর জীবনের সোনাঘর
আব্দুল কাদির মিয়া
==================
মধু মোর হৃদয়ের ভাবনা
তুমি সুন্দর কত সুন্দর-
আমি বলিতে পারিনা লাজে,
চেয়ে থাকি চুপি চুপি,
তুমি মোর জীবনের সোনাঘর।
তুমি সুন্দর কত সুন্দর।
ডোরাকাটা আঁচলের সোনালী-
সুতোতে মিশিয়ে ওগো,
সেই তারা মুখ খানি,
মুছিলে সে ঘাম ঝরা রুপালী-
আমি তখনো তোমাকে দেখে,
হৃদয়ে যাই এঁকে,
তুমি ফুল পৃথিবীর সুন্দর।
তুমি মোর জীবনের সোনাঘর।
আর কেন রবে এতো দূরে-
এসোনা গো হাতে হাত ধরে,
চলে যাই ঐ নীল সাগরে।
চোখে চোখ বলা কথা-
বুকের জমানো ব্যাথা,
সৈকতে ঢেলে করি একাকার।
গোধূলি মিলিয়ে সেই-
রংধরা বেলুয়ারি,
দিবো তুলে নিজ হাতে উপহার।
তুমি চাঁদ আমি ঝরা চাঁদুয়া-
তুমি নিশি নিশীথিনী,
আমি নিশি গন্ধ্যা।
শরৎ প্রভাতে তুমি-
নিশি ঝরা কুহেলি,
আমি কচি কলিকা মেলে,
লই তোমা বুকে তুলে,
মুক্তার গৌরবে হেন রুপ তুলি।
তুমি সুন্দর কত সুন্দর-
আমি বলিতে পারিনা লাজে,
চেয়ে থাকি চুপি চুপি,
তুমি মোর জীবনের সোনাঘর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast