বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়
আব্দুল কাদির মিয়া
=============
সাধ জাগে মনে
স্বপনের মত।
সাত রাজার যত ধন-
হয়তোবা তত।
মোর মনে হয়।
হায়,কত সুন্দর কত বিজ্ঞ-
সেই অরুনের জ্যোতি,
জ্ঞানের স্তম্ভ খানি,
দেশ মহাবিদ্যালয়।
দেখি আমি তাঁরে-
দেখি বার বারে।
আমি যেন পড়ি লিখি-
বসে তাঁর ঘরে।
কত সে আপন-
আধারে রতন।
হায়,চোখ খানি মেলে-
সবি যাই ভুলে।
দেখি,আশাই আসল মোর-
বাকি সবি যে স্বপন।
আশার দীপ্তে নাহি-
তবু ম্লান ধরে।
অকুল প্রান্তে কুল-
খুঁজে বার বারে।
নুয়ে পরা জীবনেও-
যদি একবার,
উতল পাতাল নদীর -
আশার স্রোতেরা যদি,
জমে পরা ঝড় হয়ে-
পেয়ে যায় পাড়।
নেই কোন ধন,
করি জ্ঞান আহরন।
দুর্বার গতি নিয়ে-
তবু চাহে মন।
যদি একবার-
হতে পারি তাঁর,
বিশ্ব টা জ্ঞানে-
ভরে দিব দানে।
বিদ্যা বলয়ে জ্যোতির-
ঘুচিবে আধার।
সেই ধ্যান মনে-
আজো খনে খনে,
ভাবনাতে যেন,
খুঁজে পায়।
এলো বুঝি সেই-
আশার প্রদীপ জ্বলে,
নিয়তির বেলা শেষ সন্ধ্যায়।
আব্দুল কাদির মিয়া
=============
সাধ জাগে মনে
স্বপনের মত।
সাত রাজার যত ধন-
হয়তোবা তত।
মোর মনে হয়।
হায়,কত সুন্দর কত বিজ্ঞ-
সেই অরুনের জ্যোতি,
জ্ঞানের স্তম্ভ খানি,
দেশ মহাবিদ্যালয়।
দেখি আমি তাঁরে-
দেখি বার বারে।
আমি যেন পড়ি লিখি-
বসে তাঁর ঘরে।
কত সে আপন-
আধারে রতন।
হায়,চোখ খানি মেলে-
সবি যাই ভুলে।
দেখি,আশাই আসল মোর-
বাকি সবি যে স্বপন।
আশার দীপ্তে নাহি-
তবু ম্লান ধরে।
অকুল প্রান্তে কুল-
খুঁজে বার বারে।
নুয়ে পরা জীবনেও-
যদি একবার,
উতল পাতাল নদীর -
আশার স্রোতেরা যদি,
জমে পরা ঝড় হয়ে-
পেয়ে যায় পাড়।
নেই কোন ধন,
করি জ্ঞান আহরন।
দুর্বার গতি নিয়ে-
তবু চাহে মন।
যদি একবার-
হতে পারি তাঁর,
বিশ্ব টা জ্ঞানে-
ভরে দিব দানে।
বিদ্যা বলয়ে জ্যোতির-
ঘুচিবে আধার।
সেই ধ্যান মনে-
আজো খনে খনে,
ভাবনাতে যেন,
খুঁজে পায়।
এলো বুঝি সেই-
আশার প্রদীপ জ্বলে,
নিয়তির বেলা শেষ সন্ধ্যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৬/২০২০খুবই ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৬/২০২০বেশ!
-
গোলাম কিবরিয়া সৌখিন ০৯/০৬/২০২০অনেক কথা। শুভ কামনা সবসময়।
-
ফয়জুল মহী ০৯/০৬/২০২০পড়ে মন আন্দোলিত হল।
-
রিজওয়ান অনুভব ০৯/০৬/২০২০সুন্দর সহজ বর্ণনা।