দুই জীবন্ত লাশ
দুই জীবন্ত লাশ
আব্দুল কাদির মিয়া
============
বলো ওহে প্রেম
কাকে দানিবে সে ফুল?
হেন রুপে আছে কি তাঁর-
স্বর্গীয় তুল?
হিরা নহে মারুয়ারিদ-
মর্মর রুবি,
সেথা নাহি আছে রুপের,
স্বর্গীয় ছবি।
দৃষ্টি আধারে গড়া-
সুখ নাহি রতি ধরা,
ক্লেশের অনলে পোড়া-
পাঁজরের হাড়।
নিজকে পরের তরে-
সার্থের কোল তীরে,
বেয়ে তরি নিজবনা-
ডিগডিগি সার।
তবু সেথা আছে হৃদে-
এক তিল নূর।
যেথা গগন ও ধরনি সবি-
নুয়ে পড়ে লাজে রবি,
করো সেথা প্রেম দান,
পরান ও তনুর।
স্বর্গ শশিতে প্রেম-
চাঁদিমায় ভেসে,
হৃদয় নূরেতে ঘর,
বাঁধে ভালোবেসে।
মহল প্রাসাধি রানি-
স্বর্ন কমল,
যদি রুপের বিততি ধরা,
শুধা পরিমল।
তবু সেথা ভালবাসা-
ছোঁয়া নাহি ধরে,
সেতো লোলুপ পৃথিবী জয়ে,
তুরুপের পরে।
প্রেম তেন একই ডোরে-
পরাণে পরাণ।
জীবন জীবনে ধরা,
এক ছাড়া দুই মরা-
এক পরবাসে,
দুই জীবন্ত লাশ।
আব্দুল কাদির মিয়া
============
বলো ওহে প্রেম
কাকে দানিবে সে ফুল?
হেন রুপে আছে কি তাঁর-
স্বর্গীয় তুল?
হিরা নহে মারুয়ারিদ-
মর্মর রুবি,
সেথা নাহি আছে রুপের,
স্বর্গীয় ছবি।
দৃষ্টি আধারে গড়া-
সুখ নাহি রতি ধরা,
ক্লেশের অনলে পোড়া-
পাঁজরের হাড়।
নিজকে পরের তরে-
সার্থের কোল তীরে,
বেয়ে তরি নিজবনা-
ডিগডিগি সার।
তবু সেথা আছে হৃদে-
এক তিল নূর।
যেথা গগন ও ধরনি সবি-
নুয়ে পড়ে লাজে রবি,
করো সেথা প্রেম দান,
পরান ও তনুর।
স্বর্গ শশিতে প্রেম-
চাঁদিমায় ভেসে,
হৃদয় নূরেতে ঘর,
বাঁধে ভালোবেসে।
মহল প্রাসাধি রানি-
স্বর্ন কমল,
যদি রুপের বিততি ধরা,
শুধা পরিমল।
তবু সেথা ভালবাসা-
ছোঁয়া নাহি ধরে,
সেতো লোলুপ পৃথিবী জয়ে,
তুরুপের পরে।
প্রেম তেন একই ডোরে-
পরাণে পরাণ।
জীবন জীবনে ধরা,
এক ছাড়া দুই মরা-
এক পরবাসে,
দুই জীবন্ত লাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ০৭/০৬/২০২০ভালো!
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৬/২০২০অসাধারণ কথামালা।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৬/০৬/২০২০বেশ সুন্দর লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৬/২০২০Beautiful
-
রাফিদুজ্জামান রাতুল ০৬/০৬/২০২০সুন্দর লেখা
-
ফয়জুল মহী ০৬/০৬/২০২০সুলিখিত
-
Not applicable ০৬/০৬/২০২০সুন্দর