www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি মোর হৃদয়ের বিকেলের গান

তুমি মোর হৃদয়ের বিকেলের গান
আব্দুল কাদির মিয়া
=====================
তুমি মোর হৃদয়ের বিকেলের গান
এক ফুল গুলাপে একঝার কামিনীর-
পাশাপাশি আলাপনে,
তুমি তাঁর প্রান।
তুমি মোর হৃদয়ের বিকেলের গান।
আমি শুধু শিল্পী-
গেয়ে যাই তোমাকে
ছন্দের কলি তালে তালে।
আমি সুর তুমি তান-
এক হৃদে দুটি প্রান,
তুমি নিজেকে পেতেনা খুঁজে-
আমি না হলে।
জীবনের এলে মোর সন্ধ্যা-
তুমি প্রদীপ হয়ে পাশে জ্বলবে।
নেমে এলে আধারের সিন্ধু-
আমি ভয় করিনা কিছু নেই ভাবনা,
যদি হাত বাড়িয়ে শুধু হাতের বাঁধন,
পাই ওগো তুমি মোর বন্ধু।
তাঁর বেশি নেই চাওয়া-
এইযে মোর শেষ গাওয়া,
যদি না আর শোনাতে পারি।
ওগো চাঁদ পূর্নিমা-
তাঁরে কানে কানে বলে দিও।
সে যেন দেখতে আসে-
কালিনীর দিঘী পাড়ে,
বনলতা ফুলে ঘেরা,
ঐ নিবিড়ে বাঁধা মোর,
নিঝুমের ঘর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast