www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একা আমি বড় একা

একা আমি বড় একা
আব্দুল কাদির মিয়া
============
একা-আমি বড় একা
পৃথিবীর সবি ফাঁকা,
ঐ সবি ভিড়্গুলো মিথ্যের জাল?
কেউ কারো হাতে ধরা-
একা কেউ হাল ছাড়া,
দিক হারা তরী যেন-
ছুটে উড়া পাল।
ধমনি আপনের হাতের কাঁকন-
সে ও বড় একা আজি,
অবুঝের মতো কথা বলে।
যে সোহাগ আদরে যারে-
যতনের তিল ধরে,
দু হাতে সপিলে আমায়,
এ কোন জালে?
বলো হে পাষাণ তুমি-
এতো কেন খল?
আমার ছোঁয়াতে তোমার-
চোখে আসে জল।
শ্রাবনের ঝড়ো হাওয়া-
বৃষ্টিতে তুমি,
এক রাত জেগে ছিলে,
পড়ে কি মনে?
যারি ঘুম ভরা চোখ দুটি-
তোমার আলতো ছোঁয়ায়,
জেগে দুহাত জড়িয়ে ধরে-
শরমে তোমায়।
সেতো অলসের ক্লান্তিতে-
মৃদু ঠোঁট নেড়ে,
বলে জীবনের ঝড় এলে-
অচিন আঁধারে পেলে,
এমনিতে বুক চেপে,
রেখো আমায় ধরে।
তবে,আজ আমি একা কেন?
বলনা হে খল।
আমার এক নদী শুকিয়েছি-
তোমার চোখে দেখে জল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast