বয়সের নেই কোন দূর
বয়সের নেই কোন দূর
আব্দুল কাদির মিয়া
=============
বয়সের নেই কোন দূর
এত পুরোনো আমি-
তবুও যেন আছি সেই রং ধরে-
মন ভরে,
তিন কালের সব পেরে,
ভাবধরা গান করে,
ভ্রমনেতে সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
রাত জেগে আজো করি মেল-
তবু রোজ ভাঙে ঘুম-
সেই ভোর সেই ডাকে,
আসসালাতু খাইরুম মিনান্নাউম।
কন্ঠেতে ধরি আজো সুর-
সেইদিন যার সাথে-
প্রনয়ের খেলা মেতে,
সত্যি সে বাঁধি প্রেমডোর।
আজো- ঘর বেঁধে তাঁরি সাথে-
দুঃখ সুখে আছি মেতে,
সেই যেন সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
কেশগুলো বাতাসে উড়ায়-
বিকেলের গাঙপাড়ে,
আগের মতোই আজো,
দুজনাতে দুজনে হারাই।
সেথা, মেহেদীর রং ভেজে-
প্রীতিরাজ রানী সাজে,
সেই যেন সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
তবে, দিনগুলো ফুড়ালো যে মোর-
এক,দুই,তিন-
এমনিতে শেষ দিন,
শেষ পাড়ে ফুড়াবে সে দূর।
সেই দিন সেই ক্ষনে-
জীবনের অবসানে,
রবে না আর সুখ ধরা-
সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
বাণী- মায়ের যে কথাগুলো
ডুবে গেলো নিরবে,
নতুন অনেক কথার ভীড়ে।
একদিন সেই কথা-
স্মৃতির মমতালয়ে,
আবেগের শর বেগে ফিরে।
আব্দুল কাদির মিয়া
=============
বয়সের নেই কোন দূর
এত পুরোনো আমি-
তবুও যেন আছি সেই রং ধরে-
মন ভরে,
তিন কালের সব পেরে,
ভাবধরা গান করে,
ভ্রমনেতে সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
রাত জেগে আজো করি মেল-
তবু রোজ ভাঙে ঘুম-
সেই ভোর সেই ডাকে,
আসসালাতু খাইরুম মিনান্নাউম।
কন্ঠেতে ধরি আজো সুর-
সেইদিন যার সাথে-
প্রনয়ের খেলা মেতে,
সত্যি সে বাঁধি প্রেমডোর।
আজো- ঘর বেঁধে তাঁরি সাথে-
দুঃখ সুখে আছি মেতে,
সেই যেন সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
কেশগুলো বাতাসে উড়ায়-
বিকেলের গাঙপাড়ে,
আগের মতোই আজো,
দুজনাতে দুজনে হারাই।
সেথা, মেহেদীর রং ভেজে-
প্রীতিরাজ রানী সাজে,
সেই যেন সুখ ধরা সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
তবে, দিনগুলো ফুড়ালো যে মোর-
এক,দুই,তিন-
এমনিতে শেষ দিন,
শেষ পাড়ে ফুড়াবে সে দূর।
সেই দিন সেই ক্ষনে-
জীবনের অবসানে,
রবে না আর সুখ ধরা-
সুখী মধুপুর।
বয়সের নেই কোন দূর।
বাণী- মায়ের যে কথাগুলো
ডুবে গেলো নিরবে,
নতুন অনেক কথার ভীড়ে।
একদিন সেই কথা-
স্মৃতির মমতালয়ে,
আবেগের শর বেগে ফিরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ১৬/০৫/২০২০চমৎকার হয়েছ!
-
বেগম সেলিনা খাতুন ১৫/০৫/২০২০আবেগের শর লয়ে ফিরে, কি সুন্দর কথা। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সব সময়।
-
ইসমাইল জসীম ১৪/০৫/২০২০বয়েস যতই হোক। আমাদের মনের বয়েস যদি না বাড়ে তবেই হয়। আপনি চিরদিন চির তরুণ । শুভেচ্ছা।
-
সিবগাতুর রহমান ১৪/০৫/২০২০দারুণ উপস্থাপনা
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৫/২০২০অনবদ্য ভাবনাময় উপস্থাপন।
-
ফয়জুল মহী ১৪/০৫/২০২০কমনীয় ভাবনা
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৫/২০২০ভালো।