www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিখবো আমি কার তরে আজ

লিখবো আমি কার তরে আজ
আব্দুল কাদির মিয়া
==================
লিখবো আমি কার তরে আজ
এত করে কষ্ট?
আমার লেখার নেই ভালো দিক?
মন বলে বুঝ না পাই সে ঠিক-
তবে,নদের চাঁদে উঠুক খ্যাতি,
নেই চাওয়া বেশ স্পষ্ট।
পড় নারে ভাই আমার লেখা-
সারা দুনিয়া জুড়ে।
এমনি করে ডাকলাম কত-
আমার গায়ের জোর বল যত,
সব ঢেলে ঐ কলম মুখে,
পাইলো কলম কষ্ট।
যেন আর চলেনা মুখটি খুলে-
গোমরা মুখে যায় সে বলে,
আর কতদিন খাটবো আমি?
তোর কবি গান গেয়ে।
ঐ চেয়ে দেখ ছুটছে ঘোড়া-
তাঁর পায়েতে হিরার খোরা,
দম আর দমে যায় সে উড়ে,
সাত সাগর সাত মুল্লুক ঘুরে,
চোখ পলকে আসলো ফিরে,
সোনার হরিণ নিয়ে।
আমরা না হয় একটু উড়ি-
সাত সাগর নয় শালিক দূরে,
আয় না দেখি আর সহেনা,
তোর আলাপন মন মজে না,
সে যে শেষ পাড়ের ঐ বিনোদ বাঁশি-
বড়ই আশার ধন।
একবার যদি পেতাম তাঁরে-
লিখলে কি সে বলতে পারে,
তোর সে লিখন পড়বে মানুষ,
ডুবিয়ে হৃদয় মন।
হে সৎমনা হৃদয় সাথী-
আজ কেন তোর অবুঝ স্মৃতি,
গাঁথতে বলিস গদ গাহিয়া,
পাতায় লেপন ধরে?
ওরা ফুটবে কি ফুল-
চিরশ্রান্ত ঘুমে?
পুলসিরাত পার বাহক বণে?
নইলে কেন সহায় শনি?
থাক না সবুর মেনে।

বাণী- বিদায় ক্ষনেতে চির কিশোরের কাল-
বলে
যৌবন বুড়ো তুমি-
মনে রেখো কাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast