www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের গল্প

জীবনের গল্প
আব্দুল কাদির মিয়া
============
আমার জীবনের কষ্টগুলো
যেন বৃষ্টির চোখে ঝরা পানি,
ঝরাতে ই যার জীবনের গতি শুধু-
কান্নায় বহে ঝড় খানি।
স্বপনের একদিন এসেছিলো সুখ জানি-
রজনীর সেই শেষ পাড়ে-
হাসির ঢেউয়েরা মুখে,
আরও ছিলো যে বাকি-
তবে,প্রভাতে সে নেয় ঘুম কেড়ে।
পৃথিবীর কাছে আমি জীবনের কথাগুলো-
বলিতে চাহিলে বলে খেলা,
খেলেছো তুমি নিয়তির তালে তালে-
তাই নিঠুর অগ্নী ভরা-
করুন শুনাবে মোরে?
তবে,আসি আমি-
নেই আজ বেলা।
জানিনা আমার লিখুনিতে আর-
বাকি আছে কত জীবনের গল্প,
হে পৃথিবী,এক হৃদয় ঘরেতে মোরা-
আছি এক দোরে,
শুনে নাও তুমি-
ফিরাইয়োনা মোরে,
হয়তো দেখিবে তোমায় আমারি মাঝে-
আমি কিছু বেশি,
আর তুমি অল্প।

বানী- ফুটিলে মলিন লাল
ওহে কষ্টের ফুল,
তবুও তুমি যে গোলাপ,
পৃথিবী ব্যাকুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast