www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রভুর কোরআন শিখে নিতাম

প্রভুর কোরআন শিখে নিতাম
আব্দুল কাদির মিয়া
=================
একলা চলা নীতির বেড়ি
এক বালাইয়ের তোড়ে।
কি করেযে কাটবে সময়-
পাইনা খুঁজে তাঁরে।
এক বালাইয়ের এত যে ভয়-
এতই মহা ধার-
সে,পাইলো কোথায় এত শক্তি,
কি পরিচয় তাঁর।
যায়না দেখা খালি চোখে-
পায়না যে কেউ ধরে,
পরলে ধরা জীবন কি তাঁর,
বুঝিয়ে দিতাম তাঁরে।
তবে, রৌদ্র ঝলক নিশির কালো-
শ্বাসের বাতাস বৃষ্টি গুলো,
সবাই এসে দাঁড়িয়ে পাশে,
এক সুরেতে বলে।
আয়না দেখি শক্তি কি তোর-
মোরা এক,এক
তোর ভব জোর।
আমরা শুধু ঘুমিয়ে যাবো-
যার যে কর্ম ছেড়ে,
দেখ কত বল রাখিস তোঁরা-
দশ দিকের ঐ সব এক জোড়ায়।
তাঁর পরে জোর কার কি আছে-
বলিস দাপট মেরে।
ঐ যে বালাই আমাদের ই ভাই-
নেই কোন তাঁর জোর,
ভিন্ন মোদের কর্ম কৃয়া-
সবগুলো প্রভুর।
আমরা শুধুই বহন করি-
তাঁর হুকুমে বিলি করি,
হয় কিনা ভুল ভ্রান্তি ভয়ে,
বাঁচন জিকির ধরি।
আমরা যদি হতাম মানুষ-
ঘরমুখি সেই কালে,
তবে, প্রভুর কোরআন শিখে নিতাম,
সব বালাই যে পালে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast