www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁচবি কতক্ষন

বাঁচবি কতক্ষন
আব্দুল কাদির মিয়া
===================
পুড়লি যে তুই মারলি কারে?
ভাই গোলা ধান নিজের তরে,
ঘর পুড়নি গন্ধ।
পুড়তে নিজের হাত খানি তোর-
কাঁপলোনা কাল অন্ধ?
নাম সুন্দরে পড়লো গালি-
জন্ম মানুষ জাতে,
পিতার মুখে চুন কালিতে-
থুকলি মায়ের সৎয়ে।
আবার, মুক্তির দেশে মুক্তি পনের-
যুক্তি নাহি পাই,
আজ, ক্ষেতের বেড়া খাইলো ফসল-
হিসাব যেন পাই।
খাইলো কিছু চোর ডাকাতে-
কিছু ঢাকা মুখ,
আর কিছু খায় লাঠির জোরে-
সাবের বড় মুখ।
ওরা সনদ ধারী হাতে কলম-
বলহীন ঘাড়ে তুলছে ডলন,
নেই কোনো তাঁর হিসাব নিকাশ-
নেই ভাল কি মন্দ।
ভাতের চোরার যত জ্বালা-
উবুড় করা থালা খোড়া,
তবু চলছে মাড়াই ঘুমের ডেরায়-
চৌকি লাঠির দন্ড।
এক মুখেতে এত যে পড়ি-
কতই জাতের পড়া,
যতই পড়ি প্রশ্ন জাগে-
নেই কিছু তাঁর করা?
এবার উঠলো হাসি ঠোঁটের কোনে-
উত্তরদাতা মন,
টেরা, জানতে চাহে-
বলতো বাকি-
বাঁচবি কতক্ষন?

সংক্ষিপ্ত ব্যাখাঃ- যে যেখানেই আছি আমরা নিজ নিজ দায়িত্বে
সকল পাপ কর্ম হতে নিজেকে বিরত রাখি। আর
এক মুহূর্তক্ষন ও যে
বেঁচে থাকবো তার কোনোই নিশ্চয়তা নেই।
লেখক এখানে সে কথাই বলেছেন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast