www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসি বিদায়

আসি,বিদায়
আব্দুল কাদির মিয়া
======================
এত লিখলে যে গো পরের তরে,
রাখলে কিছু নিজের ঘরে?
বিনোদ কবিয়াল।
পরান যেন ভাবের জোরে-
ছুটলো তরী গগন ছেড়ে।
নেই কোনো তাঁর সীমার গতি,
শোঁ শোঁ ধরা পাল।
বাজলে তোমার নেশার বাঁশি,
নিশির প্রদীপ বলছে হাসি।
বাজাও করুন সুর।
দিক হারা পথ অন্ধ মনে,
মোরা জ্বলবো ভোরের সূর্য্য বনে।
তোমার কলম ত্রিশূল মেরে,
বদ করিব দূর।
মোরা ক্ষুধার্ত হাহাকার করে চুর্মার,
তৃষ্ণার মুখে ঢালি জল।
বলহীন বাহুতে মোরা ঢাল তলোয়ার ,
আশাহীন বুকে বাঁধি বল।
খড়া সূর্য্য দীঘলে যে অনাথের ঘর,
সেথা ফলজ বৃক্ষ করি দাঁড়।
মোরা সিন্ধু তীরে এক ভেলার নাবিক-
বৈঠাতে বেয়ে করি পার।
মাটির পৃথিবী ছুঁয়ে-
মানুষেরা শুধু এক আদমের জাত।
মানুষ্যত্ব একে অপরের তরে,
সেথা রইবেনা ঘাত প্রতিঘাত।
শুকনো বুকেতে যার অশ্রু গড়ায়,
অন্তর কেঁপে থর থর।
ঐ ঝরা ফোঁটাতে ডেকে সহনের বাণ,
মোরা দহনের নদী করি পার।
সাধ ভোগ শুধা খানি জীবনের ঘরে,
তুমি রেখে দিলে ওগো কবি-
মানুষের তরে?
দুঃখ আমি কিছুই করিতে পারিনি যে ভাই,
শুধু আলো ছাড়া সবি তুমি-
আসি,বিদায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast