দেখতে চাহে আমার পাগল মন
দেখতে চাহে আমার পাগল মন
আব্দুল কাদির মিয়া
======================
আম পাতা নরে চরে
শিম পাতা শিম ঝাড়ে,
নড়ে বাগান ভরা লতাগন।
দেখে আমার চক্ষু ধরা,
তাঁর বুকেতে সবুজ গড়া,
কে তুই নাড়িস সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগলমন।
রাত পোহালে প্রভাত আগে,
একটু পরেই সুরুজ জাগে,
পুব আকাশে লালিমা কিরন।
জনম ধরে দেখি তাঁরে,
সন্ধ্যা হলে পশ্চিম পাড়ে,
কে টানিলো সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগল মন।
নিশির আকাশ তারা ভরা,
চাঁদের হাসি চাঁদনি ঝরা,
ঘুমায় পাখি পৃথিবী তখন,
দিন আসিলে কিছু জাগে।
আর বাকি সব কোথায় মজে-
নেই আধার যা ছিলো আগে?
কে মজালো সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগল মন।
ভবের তিন ভাগ পানি ওরা-
মিটাতে পারেনা খরা,
বৃক্ষ পালান উজাড় পুড়ে,
মাটি হয় খান খান।
একদিন মেঘের পাগলা খেলা,
সব ডুবালো অন্তর জ্বালা,
কে ভাসালো সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগল মন।
তুই কেমন আয়রে-
দেখতে চাহে আমার পাগল মন।
আব্দুল কাদির মিয়া
======================
আম পাতা নরে চরে
শিম পাতা শিম ঝাড়ে,
নড়ে বাগান ভরা লতাগন।
দেখে আমার চক্ষু ধরা,
তাঁর বুকেতে সবুজ গড়া,
কে তুই নাড়িস সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগলমন।
রাত পোহালে প্রভাত আগে,
একটু পরেই সুরুজ জাগে,
পুব আকাশে লালিমা কিরন।
জনম ধরে দেখি তাঁরে,
সন্ধ্যা হলে পশ্চিম পাড়ে,
কে টানিলো সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগল মন।
নিশির আকাশ তারা ভরা,
চাঁদের হাসি চাঁদনি ঝরা,
ঘুমায় পাখি পৃথিবী তখন,
দিন আসিলে কিছু জাগে।
আর বাকি সব কোথায় মজে-
নেই আধার যা ছিলো আগে?
কে মজালো সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগল মন।
ভবের তিন ভাগ পানি ওরা-
মিটাতে পারেনা খরা,
বৃক্ষ পালান উজাড় পুড়ে,
মাটি হয় খান খান।
একদিন মেঘের পাগলা খেলা,
সব ডুবালো অন্তর জ্বালা,
কে ভাসালো সে তুই কেমন,
দেখতে চাহে আমার পাগল মন।
তুই কেমন আয়রে-
দেখতে চাহে আমার পাগল মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২০বেশ ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৪/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ১১/০৪/২০২০Awesome