করোনা
করোনা
আব্দুল কাদির মিয়া
==================
জাগো হে মানব বিশ্ব জুড়ে
আতঙ্ক ঝেড়ে নির্বিকারে,
আস্তা জোরে হাঁটু ভরে-
এসো ঈশ্বর করি পণ।
ওহে প্রভু আমরা মানুষ-
সৃষ্টি তোমার দয়াতে খোশ,
ভাগ্য মোদের পেলাম বুঝে-
সবি যে তোমার দান।
ভুল করেছি চলার পথে-
ওগো ক্ষমা করে দাও-
দয়ার স্রোতে,
তুমি রহিম,তুমিই করিম-
তুমি যে রহমান।
দেখো, নেই থেমে এই জাহান ভরে-
মক্কা মদিনা ঘরে,
ঐ যে কত মধুর সুরে-
ডাকছে তোমায় ছোব্ হের দোরে,
তোমার ঘরের মিনার চূড়ে-
তোমারি কৃপা দাস।
দেখছি আমি দু-চোখ ভরে-
তোমারি ঘরের কান্না ঝড়ে,
সবি, নীরব নিথর নেই কেহ তাঁর-
ভয়-বিনাশি করোনার।
স্তম্ভিত আজ এই পৃথিবী-
তুমিই শক্তি ধর,
প্রলয়ে তুমি রক্ষাতেও তুমি-
তুমিই স্রষ্টা নর।
তাই, করোহে ক্ষমা দয়ার বিধি-
খোলে দাও মায়ার দোর,
দাও করোনা মুক্ত করে-
নাও ফিরিয়ে তোমার ঘরে-
তোমারি গোলাম রহমে তোমার,
তুমি যে গাফুর।
আব্দুল কাদির মিয়া
==================
জাগো হে মানব বিশ্ব জুড়ে
আতঙ্ক ঝেড়ে নির্বিকারে,
আস্তা জোরে হাঁটু ভরে-
এসো ঈশ্বর করি পণ।
ওহে প্রভু আমরা মানুষ-
সৃষ্টি তোমার দয়াতে খোশ,
ভাগ্য মোদের পেলাম বুঝে-
সবি যে তোমার দান।
ভুল করেছি চলার পথে-
ওগো ক্ষমা করে দাও-
দয়ার স্রোতে,
তুমি রহিম,তুমিই করিম-
তুমি যে রহমান।
দেখো, নেই থেমে এই জাহান ভরে-
মক্কা মদিনা ঘরে,
ঐ যে কত মধুর সুরে-
ডাকছে তোমায় ছোব্ হের দোরে,
তোমার ঘরের মিনার চূড়ে-
তোমারি কৃপা দাস।
দেখছি আমি দু-চোখ ভরে-
তোমারি ঘরের কান্না ঝড়ে,
সবি, নীরব নিথর নেই কেহ তাঁর-
ভয়-বিনাশি করোনার।
স্তম্ভিত আজ এই পৃথিবী-
তুমিই শক্তি ধর,
প্রলয়ে তুমি রক্ষাতেও তুমি-
তুমিই স্রষ্টা নর।
তাই, করোহে ক্ষমা দয়ার বিধি-
খোলে দাও মায়ার দোর,
দাও করোনা মুক্ত করে-
নাও ফিরিয়ে তোমার ঘরে-
তোমারি গোলাম রহমে তোমার,
তুমি যে গাফুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফ উদ্দিন সায়েম ২১/০৩/২০২০প্রার্থনাময় লেখা। ভালো লেগেছে
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০২০ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৩/২০২০ভালো
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২০আল্লাহ হেফাজত করুন I
-
একনিষ্ঠ অনুগত ১৯/০৩/২০২০করোনার শক্তি নেই, আল্লাহ'ই করেছেন করোনাকে শক্তিশালী, হয়ত এটাই একটা পরীক্ষা। পাশ করতে হবে, ধৈর্য ধরতে হবে দোয়া আর ক্ষমা প্রার্থনায়। ভয় করতে হবে আল্লাহকে, একমাত্র তাঁকেই।
-
আলমগীর সরকার লিটন ১৯/০৩/২০২০বেশ চমৎকার