আজ মানুষের নেই ভরসা
আজ মানুষের নেই ভরসা
আব্দুল কাদির মিয়া
=======================
আজ মানুষের নেই ভরসা
নিজের সত্য টাকে।
ন্যায় প্রহরী দিনের আলো-
নিশির জালে ঢাকে।
আমি, পাইনা কোনো কুল কিনারা-
না পাই কিছু বল।
যেদিক তাকাই দেখি শুধু-
গহীন নদীর জল।
সত্য আমার গর্ব খানি-
ধূলায় লুটে পুটে।
হুঁশ বেহুঁশের বন্দি খাঁচায়-
ঢেঁকির চিড়ায় উঠে।
তবে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর-
মায়ের চোখের জল।
আজ, ন্যায় প্রহরীর থালায় পড়ে-
ধরলো সাধের ফল।
আমার ফলন ন্যায় প্রহরীর-
উঠলো থলে ভরে,
তবু, ক্ষুধায় কাতর স্বজন আমার-
তাঁরে, বিনয় সালাম করে।
তোরা, ভাবনা রে সবাই-
সাড়ে তিন হাত মাটির তলে,
শুয়েছে বাবায়।
আর কত কাল ঠকবে মানুষ-
তোর সে পাহারায়।
সংক্ষিপ্ত ব্যাখাঃ- লেখক এখানে যে রক্ষক সে ই ভক্ষক
যার দায়িত্বে থাকা জান মাল ইজ্জত
সুরক্ষা হবে তাঁর অভিনব কৌশল ও ছল
চাতুরীর মাধ্যমে প্রতারিত ও সত্যকে
মিথ্যের অপ কৌশলের ঘটাকলে শক্তির
অপব্যবহারের পিষানীতে পড়ে নিঃস্ব
হওয়ার কথা বলেছেন এবং বাবার মৃত্যুকে
স্বরন করে প্রতিটি মাননুষের কৃত কর্মের
প্রতি ইশারা করা হয়েছে যে সবাইকেই
একদিন হয়তো এই মাটির ঘরে সমাধিত
নয়তো চিতার আগুনের তাঁর শেষকৃত্য
অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সেই কৃতকর্মের
হিসাব দিতেই হবে।
আব্দুল কাদির মিয়া
=======================
আজ মানুষের নেই ভরসা
নিজের সত্য টাকে।
ন্যায় প্রহরী দিনের আলো-
নিশির জালে ঢাকে।
আমি, পাইনা কোনো কুল কিনারা-
না পাই কিছু বল।
যেদিক তাকাই দেখি শুধু-
গহীন নদীর জল।
সত্য আমার গর্ব খানি-
ধূলায় লুটে পুটে।
হুঁশ বেহুঁশের বন্দি খাঁচায়-
ঢেঁকির চিড়ায় উঠে।
তবে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর-
মায়ের চোখের জল।
আজ, ন্যায় প্রহরীর থালায় পড়ে-
ধরলো সাধের ফল।
আমার ফলন ন্যায় প্রহরীর-
উঠলো থলে ভরে,
তবু, ক্ষুধায় কাতর স্বজন আমার-
তাঁরে, বিনয় সালাম করে।
তোরা, ভাবনা রে সবাই-
সাড়ে তিন হাত মাটির তলে,
শুয়েছে বাবায়।
আর কত কাল ঠকবে মানুষ-
তোর সে পাহারায়।
সংক্ষিপ্ত ব্যাখাঃ- লেখক এখানে যে রক্ষক সে ই ভক্ষক
যার দায়িত্বে থাকা জান মাল ইজ্জত
সুরক্ষা হবে তাঁর অভিনব কৌশল ও ছল
চাতুরীর মাধ্যমে প্রতারিত ও সত্যকে
মিথ্যের অপ কৌশলের ঘটাকলে শক্তির
অপব্যবহারের পিষানীতে পড়ে নিঃস্ব
হওয়ার কথা বলেছেন এবং বাবার মৃত্যুকে
স্বরন করে প্রতিটি মাননুষের কৃত কর্মের
প্রতি ইশারা করা হয়েছে যে সবাইকেই
একদিন হয়তো এই মাটির ঘরে সমাধিত
নয়তো চিতার আগুনের তাঁর শেষকৃত্য
অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সেই কৃতকর্মের
হিসাব দিতেই হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৩/২০২০nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৩/২০২০এগিয়ে যান
-
ফয়জুল মহী ১৬/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।
-
আলমগীর সরকার লিটন ১৬/০৩/২০২০চমৎকার