www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিয়ে চলো আজ মোরে

নিয়ে চলো আজ মোরে
আব্দুল কাদির মিয়া
=======================
নিয়ে চলো আজ মোরে
ঐ দেখা যায় দূরে,
তার চেয়ে বেশি দূর নয়।
তবু ভয় জাগে মনে-
মনে পড়ে ক্ষনে ক্ষনে,
ফের যদি দেখা তাঁর হয়।
আজি, দেখিতে পারিনা যারে-
ভুলিতে পারিনা তাঁরে,
মনে পড়ে আজো সেইদিন।
চোখের হাসিতে নেশা,
না বলা ঠোঁটের দিশা,
সবকিছু নিলো কেড়ে,
যেন, আরো কিছু ঋন।
তবে, নিয়তি চয়নে আমার-
না মিলে আধার,
দেখি, ফুল যেন ফুটেছিলো-
ভুল করে তাঁর।
তাই হাসির স্রোতেতে ঝড়-
বহে মুখ খানি,
ফিরালো ভাটির কুলে-
নিশি কালো আমি।
শ্রাবনের ভরা নদী-
পাড় ঘেষা ঘর আজি-
পূবালী বাতাসে দেয়া,
ডাকে গুড়ু গুড়ু।
আয় তোড়ে আয় জোরে-
মরনের বাণ ছেড়ে।
এ কুলে দাঁড়ানো আমি-
ভাসিয়া আসিবে জানি,
শুধিবো মনের জ্বালা,
ডুবিয়ে তরে।
কিহে খোঁড়া-
যত করে বকুনিতে বলেছিলে খল-
তবে, তাঁর সাথে ছিলো কেন,
চোখ ভেজা জল?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast