ষোড়শী
ষোড়শী
আব্দুল কাদির মিয়া
========================
ষোড়শী,নীল পদ্ম লাল গোলাপ
আর জরদ গাঁদা লইয়ে,
শর্বরী নিশি পাড়ে ক্লান্ত শশির-
অলস ফালি ঝরা,
ঘুম ঘুম যেন তার ঝিমানিতে-
আমি তিল খানিক ও নই ক্লান্ত।
এইতো, এলো বুঝি ছোবহের সাজু মাজুর-
পালক ঝারা, ঘুম ভাঙা মধু বৈরী কুজিত সুর বন্যা,
আমি শুধু গাঁথতে পারিনি মালা টুকু,
ডালার বুকেতে আমার পাঁজর প্রেমাদরে-
ধরে রেখেছি,
এইতো এখনি গাঁথিয়া করিব শেষ।
হেমন্তের শিশির ভেজা, ঐ ফুটন্ত বেলি গুলো-
ছিঁড়িয়া আনিলেই, তবে আমি শান্ত।
ষোড়শী, আর একটু পরেই আমি দেবো তোমার-
খোপাতে বাধিয়া,
তোমার একটু থেমে যাওয়া,
এক পলক দৃষ্টি মুহূর্ত ক্ষনের,
আমার বুকের স্পন্দন ঝড় কবলিত-
স্মৃতি টুকুর সেই উপহার।
এইতো আমি তোমার সাধ সাধন-
মহা যজ্ঞে আছি মগ্ন।
ধূপায়িত সেই ধূপাধার,
স্রোতস্বিনী জল প্রবাহের-
উজান, একটু ভাটির, ভরা টোপা কুলে,
মেহেদীর ভাসা পল্লব লইয়ে।
হয়তো এখনি তোমার ডাগর চাহুনিতে,
মম রঞ্জন ফুটন্ত নৃত্য হাসির-
ঐ উছলে পরা লাজুক সরমের ছোঁয়ায়।
ওষ্ঠ ললিতে কবিতার পঙক্তি ভরে-
বলিবে তুমি।
আমি নইতো কারো,
নইতো আরোও হে সাধক,
তোমার চোখের জল,
এইতো আমি এইযে দাঁড়িয়ে আছি-
এসো গঙ্গা যমুনার সংগম-
তৃপ্তে ডুবিয়া মোরা,
করি হে মালা বদল।
আব্দুল কাদির মিয়া
========================
ষোড়শী,নীল পদ্ম লাল গোলাপ
আর জরদ গাঁদা লইয়ে,
শর্বরী নিশি পাড়ে ক্লান্ত শশির-
অলস ফালি ঝরা,
ঘুম ঘুম যেন তার ঝিমানিতে-
আমি তিল খানিক ও নই ক্লান্ত।
এইতো, এলো বুঝি ছোবহের সাজু মাজুর-
পালক ঝারা, ঘুম ভাঙা মধু বৈরী কুজিত সুর বন্যা,
আমি শুধু গাঁথতে পারিনি মালা টুকু,
ডালার বুকেতে আমার পাঁজর প্রেমাদরে-
ধরে রেখেছি,
এইতো এখনি গাঁথিয়া করিব শেষ।
হেমন্তের শিশির ভেজা, ঐ ফুটন্ত বেলি গুলো-
ছিঁড়িয়া আনিলেই, তবে আমি শান্ত।
ষোড়শী, আর একটু পরেই আমি দেবো তোমার-
খোপাতে বাধিয়া,
তোমার একটু থেমে যাওয়া,
এক পলক দৃষ্টি মুহূর্ত ক্ষনের,
আমার বুকের স্পন্দন ঝড় কবলিত-
স্মৃতি টুকুর সেই উপহার।
এইতো আমি তোমার সাধ সাধন-
মহা যজ্ঞে আছি মগ্ন।
ধূপায়িত সেই ধূপাধার,
স্রোতস্বিনী জল প্রবাহের-
উজান, একটু ভাটির, ভরা টোপা কুলে,
মেহেদীর ভাসা পল্লব লইয়ে।
হয়তো এখনি তোমার ডাগর চাহুনিতে,
মম রঞ্জন ফুটন্ত নৃত্য হাসির-
ঐ উছলে পরা লাজুক সরমের ছোঁয়ায়।
ওষ্ঠ ললিতে কবিতার পঙক্তি ভরে-
বলিবে তুমি।
আমি নইতো কারো,
নইতো আরোও হে সাধক,
তোমার চোখের জল,
এইতো আমি এইযে দাঁড়িয়ে আছি-
এসো গঙ্গা যমুনার সংগম-
তৃপ্তে ডুবিয়া মোরা,
করি হে মালা বদল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৩/২০২০সুন্দর
-
শাহীন রহমান (রুদ্র) ১২/০৩/২০২০বাহ অনেক সুন্দর।
-
ফয়জুল মহী ১২/০৩/২০২০নিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।