তুমি নিজেই গড়া মূল
তুমি নিজেই গড়া মূল
আব্দুল কাদির মিয়া
-----------------------------
স্রষ্টা তুমি সৃষ্টি করে
নূরের ছবি প্রকাশিলে,
আল্লাহ্ তুমি তারি মূল।
আরশ কুরসি গ্রহ তারা,
স্বর্গ নরক বিশ্ব ধরা।
জিন ইনছান আর ফেরেশতারা-
ঐ নূরেতে সৃষ্টিকুল।
প্রকাশিলে আল্লাহ্ তুমি তারি মূল।
মিম হা মিম দাল কালামে,
তার উপর দূরুদ সালামে।
ডাকো তুমি ওগো সখা,
আমি তোমার রহমান।
তোমার নূরেতে নূরের খেলায়,
গগনে ধরাতে মেলায়-
ডাকি আমি আখিঁ বুজে,
ওগো সখা ইয়া রাহিম।
তুমি হাইয়ূ চিরস্থায়ী,
তুমি কাইয়ূম চিরঞ্জীব।
আধার পেরুতে নারি-
জীবনের ঘোর তরে।
আলোর বিধিম খানি-
দেখি আমি অদূরে।
ডাকি তারে চোখ বুজে,
হৃদয় পেশিতে খুঁজে।
ছোবেহের ফালি ঝরা,
দিবসের উজানে।
ঐ ঝরা ফুল গুলো,
শরৎ এর নিশি পার।
হিজল তলাতে যেন,
মুক্তার তুলে ঝড়।
সেই তুমি সুন্দর,
তুমিই পৃথিবী।
দেখি আমি চোখ বুজে,
অন্তরে খুঁজে খুঁজে।
সমুদ্র তুমি, তরী তুমিই-
পারাপারে কুল।
ওগো,
দেখি আমি সৃষ্টিতে,
তুমি নিজেই গড়া মূল।
বানী
========
যেয়োনা ফেলে
লও মোরে তুলে,
স্বপনের সুরে-
আমিই তোমার,
হৃদয়ের গান।
আব্দুল কাদির মিয়া
-----------------------------
স্রষ্টা তুমি সৃষ্টি করে
নূরের ছবি প্রকাশিলে,
আল্লাহ্ তুমি তারি মূল।
আরশ কুরসি গ্রহ তারা,
স্বর্গ নরক বিশ্ব ধরা।
জিন ইনছান আর ফেরেশতারা-
ঐ নূরেতে সৃষ্টিকুল।
প্রকাশিলে আল্লাহ্ তুমি তারি মূল।
মিম হা মিম দাল কালামে,
তার উপর দূরুদ সালামে।
ডাকো তুমি ওগো সখা,
আমি তোমার রহমান।
তোমার নূরেতে নূরের খেলায়,
গগনে ধরাতে মেলায়-
ডাকি আমি আখিঁ বুজে,
ওগো সখা ইয়া রাহিম।
তুমি হাইয়ূ চিরস্থায়ী,
তুমি কাইয়ূম চিরঞ্জীব।
আধার পেরুতে নারি-
জীবনের ঘোর তরে।
আলোর বিধিম খানি-
দেখি আমি অদূরে।
ডাকি তারে চোখ বুজে,
হৃদয় পেশিতে খুঁজে।
ছোবেহের ফালি ঝরা,
দিবসের উজানে।
ঐ ঝরা ফুল গুলো,
শরৎ এর নিশি পার।
হিজল তলাতে যেন,
মুক্তার তুলে ঝড়।
সেই তুমি সুন্দর,
তুমিই পৃথিবী।
দেখি আমি চোখ বুজে,
অন্তরে খুঁজে খুঁজে।
সমুদ্র তুমি, তরী তুমিই-
পারাপারে কুল।
ওগো,
দেখি আমি সৃষ্টিতে,
তুমি নিজেই গড়া মূল।
বানী
========
যেয়োনা ফেলে
লও মোরে তুলে,
স্বপনের সুরে-
আমিই তোমার,
হৃদয়ের গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১১/০৩/২০২০বেশ !
-
ফয়জুল মহী ১১/০৩/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৩/২০২০সুন্দর