www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি বাংলার প্রান

তুমি বাংলার প্রান
আব্দুল কাদির মিয়া
------------------------------------
তোমার জন্মবছর ধরে
সুখ বসন্ত চৈতি ঘরে-
গাইবে সোনার বাংলা ধরে গান।
বঙ্গবন্ধু তোমার তরে-
আজ বাঙালি মুক্ত ঘরে,
তুমি বাংলার প্রান গো বন্ধু
তুমি বাংলার প্রান।
কালো কোটে পাঞ্জাবিতে-
চশমা পরিধান,
হাত নলিচায় মুখের তিলক-
হাজারে একজন।
কন্ঠে জাতির শত্রু ধাওয়ায়-
বিশ্ব মহিয়ান।
তুমি বাংলার প্রান গো বন্ধু-
তুমি বাংলার প্রান।
তোমার কথার লহর ছড়া-
জাতি রক্তে স্রোতের ধারা,
বহায় প্রবল অগ্নি ঝরা-
উঠায় নত শির।
তবে, শূন্য বাহু গর্জনে তার-
শত্রু নাশে মুক্তিতে ধার,
পেয়ে যেন তার হাতের লাঠি-
জয় আনে বাংলার।
নগ্ন পায়ে নেংটি পরা-
তোমারি ডাকে ছুটলো ওরা,
দেশের স্বাধীন মরন পনে-
তুমিই বুকের বল।
তোমার হাতের অঙ্গুলি শান-
লাল সবুজের উড়লো নিশান,
ছিন্ন করে আনলো তারে-
সব মেরে বেঈমান।
আজ তুমি নেই-
কে সে বলে নেই,
ঐ বজ্র ধ্বনিতে বলে বিশ্ব জাহান।
তুমি বাংলার প্রান গো বন্ধু-
তুমি বাংলার প্রান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast