www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা অ আ ধরে

বাংলা অ,আ ধরে
আব্দুল কাদির মিয়া
-----------------------
লিখো হে বিজ্ঞ মতটি তোমার
বাংলা অ,আ ধরে।
বড় ই খুশি হবে শহীদ-
মুজিব তাঁর কবরে।
এই মাটির ই ধূলি কনায় রক্ত ওদের মিশে-
আছে ওরা সবাই ঘুমে,
নির্জনে নিলয় নিথরে,
মৃত্যুর মুখে ও ছিলো যার হাসি-
শুধু বাংলা ভালোবেসে।
ভাই শহীদের স্মৃতিগুলো আজ,
যাই কেমনে ভুলে!
সেই-পৃষ্ঠে আঁকা বাংলা ভাষা,
বুক মেলা হাত শত্রু শাসা -
নূর হোসেনের রক্ত তাজা-
গড়ায় পায়ের তলে।
তাই লিখবে তুমি অ,আ ধরে-
নিজ কলমে গর্ব করে,
মতের গতিক ন্যায় ধরে তাঁর-
তবেই পাবে মিল।
ঐ শত্রু হাতে মরলো যারা-
ভাই শহীদের সবাই তাঁরা,
ভাষার তরে জীবন দিতে-
সরলো না এক তিল।
মোরা জন্মেছি এই মাটির কোলে-
স্নিগ্ধ মাখা মায়ার দোলে,
উঠছি বেড়ে, কাটলো জনম-
হিজল,বকুল তলে।
ঐ ডোবায় পদ্ম,ডাহুক জলে-
ঘুঘু ডাকে খেয়া শিমুলে,
উড়িয়ে ঘুড়ি হয় বেলা শেষ,
কাটার খেলা খেলে।
ডাকছে যে মা সন্ধে ক্ষনে-
হাত রেখে কপালে,
আর আসবি কি তুই সুরুজ ডুবে-
আধার নেমে এলে?
এবার, নেই ক্ষমা আর ইক্ষু লেখায়,
ক্ষ হলে ভুল,
আর, লিখতে যদি পারিস রে বাপ-
লইবো তুলে কোল।
যে ভাষায় মায়ের এত আদর-
সোহাগ খানি মিলে,
তবে, কাঁদবেনা মা?
হাতের কলম -
যদি অন্য কথা বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast