www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাতৃভূমি আজো কাঁদে

মাতৃভূমি আজো কাঁদে
আব্দুল কাদির মিয়া
-------------------------------
ডাকছে কে আজ হৃদয় বিদায়ক
ওরে কালাম,শফিক,বাবা শরাফত-
দেখতো চেয়ে আকাশ পানে,
সেকি সালাম,রফিক,বরকত?
ঐ ডাকেরি ধ্বনি যখন,বেজে উঠে আমার হৃদয় কানে,
সন্তানহারা শোকেতে ঝরে,বিষাদ সিন্ধু মোর আঁখি পানে।
এখনো তোরা ঘুমিয়ে আছিস?
হায়রে ভাই এর বুকে বইছে খুন।
যে খুন ঝরে জুলুম মেরে,শহীদ হলো-
বাছা আমার ৮ই ফাল্গুন।
যে মাকে ওরা ভালোবেসে,
মুখের ভাষা ধরছে কষে,ন্যায়ের দাবিদার।
বাঁশের লাঠি নিয়ে হাতে, দাবী জানালো রাজ পথে।
মায়ের কথাই সর্বসেরা,সেই কথাই বলবো মোরা,
মরবো যদিও ছাড়বো না তা,মোদের অধিকার।
বাঁচা মরার ত্যাগিলো আশা,জয় করিলো আমারি ভাষা।
শেষ বিন্দু রক্তদানে সব তাড়ালো সর্বনাশা,
আর রক্ত চোষার দল।
তাদের ভাই এর তাজা খুনে,
আজ ও কাঁদায় আমার মনে।
মুখ দেখাই আজ কেমন করে,
আজকে ওরা ডাকছে মোরে।
ক্ষত বিক্ষত দেহ ভরে,
বেদনা ভরা করুন সুরে।
জিজ্ঞাসিবে মাগো,তুই কেমন আছিস বল?
সহেনা আর ব্যথার জ্বালা,
যুগ যুগের এই হায় উতালা।
ওরে আমার বুকের মানিক,
তোরা যে আমার বল।
কতদিন আর ফেলবি তোরা-
আমার চোখের জল?

ব্যাখা- লাখো শহীদ ও বিরম্বনা জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন
হয়েছে কিন্তু আজো সেই শহীদের জীবিতো থাকা ভাইয়ের
বুকের তাজা রক্ত ঘাতকের মাধ্যমে ঝরতে দেখে জন্মভূমি
দেশের মাটি- মা আজো আহাজারি করে কাঁদে। আর এই
কথা ও বলে যে আজ যখন আমার শহীদ সন্তানেরা আমাকে
জিজ্ঞেস করবে "মাগো তুই কেমন আছিস বল?"
তখন আমি হৃদয়ে ব্যথা আর চোখ ভরা জল নিয়ে ওদের ভাইয়ের
তাজা রক্ত মাখা কফিন সামনে রেখে কি করে আমার এই
হতভাগা কলঙ্কিত মুখ দেখাই। লেখক এখানে সেই কথাই
তুলে ধরেছেন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast