www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিদিরে তুই আর একা নেই

দিদিরে তুই আর একা নেই
আব্দুল কাদির মিয়া
---------------------------
দিদিরে, তুই আর একা নেই
দেখ ফিরে তোর পাশে,
এই যে আমি এলাম ছুটে-
তোকে বড্ড ভালোবেসে।
বাবার জীবন কাটলো শুধুই-
জ্ঞানের কথা বলে।
এক এক করে সবটুকু তুই-
রাখলি পেটে পুরে।
বাবার জীবন আকাশে তুই-
উদয় ধ্রুব তারা,
তাই,সবকিছু তোর সিন্ধু সেচে-
মুক্তা দিয়ে গড়া।
তবে, কেউ মুছে তার ভুল জীবনের-
চোখের গড়া পানি,
ন্যায় গুলো সেই ধরলো কষে-
তোর কথা সব শুনে।
আর, কেউ হেসে লয় মনের কোনে-
সব জ্বালাতন ভুলে,
ঐ, জীবন মুখি সব কথা তোর-
মানিক রতন জেনে।
তাইতো বাবার পরান ঢালা-
মায়ার একে তুই,
নেই কোনো দুঃখ-
তাই বলে মোর-
আমি আছি বলে দুই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast