www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিল খাটো নেই

তিল খাটো নেই
আব্দুল কাদির মিয়া
---------------------
কুলি বলে তিল খাটো নেই
কর্ম খানি করে।
কর্মে থাকা ধর্ম যদি থাকে সৎয়ের ঘরে।
আমরা মানুষ ভাগ্য মোদের-
বিধির হাতে গড়া।
তবে মোদের চাওয়া যেমনি করে-
রতি রতি তেমনি ধরে,
আছে লিখন নথি ভরে,
ফলবে সেতো সময় পুরে-
শুধুই মৃত্যু ছাড়া।
ঐ মৃত্যু মুখি বৃক্ষে যব ভাগ্য মুকুল ফুটে,
কর্ম সৎয়ে ফলবে ফলন-
ঝরবে অসৎ চোটে।
আর, বদ বাহিয়া আয়ুর মূলে-
অল্প কাটে তাঁর,
ফের,সৎয়ে ভরাট আর না হলে-
অসৎ আয়ু কাটার ফলে,
আর নাহি রয় ঐ মানুষের-
বাঁচার অধিকার।
তবে- রাজার বাজার যতই বড়,
এক মিলে ঐ ফের।
যেথা ন্যায় হিসেবে স্বর্গ মিলে -
কুলির ও এক ই জের।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast