কাটেনা সময়
কাটেনা সময়
আব্দুল কাদির মিয়া
-------------------------------
কাটেনা সময় নেই কোন কাজ।
বুজিতে চাহেনা চোখ-
তবু শুয়ে যাক।
এই যেন কিছুক্ষন নিরবে প্রহর-
গুনিতে গুনিতে ঘুম-
নাক ডেকে ফেলে দম,
চৈতি দিবসে ঘুরি নৈশ শহর।
কিছু হেটে চলি-
কিছু সুখ টম টমে।
আবার, উড়োতে উঠিতে যেন-
চলি দম দমে।
অলস কাটেনা যেথা-
তাড়া করে ভর,
সেথা হুঁচট ফেরেতে হলো-
ব্যর্থ সফর।
তাই,ছুড়ে ফেলি জেদ করে-
নেড়ে হাত পা।
মন চাহে নিজ নিজেরে মারি কিছু ঘা।
তবে, চোখ দুটি যায় মেলে-
পেয়ে কিছু চোট।
দেখি, বিছানাতে টেনে টুনে-
বাছি যেন কুট।
সত্যের তিরখানি ভাবনাতে এসে-
আঘাতে জাগালো স্মৃতি,
স্বপনের দেশে।
তাই, শূন্য জীবনে বুনি-
স্বপনের জাল,
এসো, দিনের আলোতে কষে-
ধরি তার হাল।
আব্দুল কাদির মিয়া
-------------------------------
কাটেনা সময় নেই কোন কাজ।
বুজিতে চাহেনা চোখ-
তবু শুয়ে যাক।
এই যেন কিছুক্ষন নিরবে প্রহর-
গুনিতে গুনিতে ঘুম-
নাক ডেকে ফেলে দম,
চৈতি দিবসে ঘুরি নৈশ শহর।
কিছু হেটে চলি-
কিছু সুখ টম টমে।
আবার, উড়োতে উঠিতে যেন-
চলি দম দমে।
অলস কাটেনা যেথা-
তাড়া করে ভর,
সেথা হুঁচট ফেরেতে হলো-
ব্যর্থ সফর।
তাই,ছুড়ে ফেলি জেদ করে-
নেড়ে হাত পা।
মন চাহে নিজ নিজেরে মারি কিছু ঘা।
তবে, চোখ দুটি যায় মেলে-
পেয়ে কিছু চোট।
দেখি, বিছানাতে টেনে টুনে-
বাছি যেন কুট।
সত্যের তিরখানি ভাবনাতে এসে-
আঘাতে জাগালো স্মৃতি,
স্বপনের দেশে।
তাই, শূন্য জীবনে বুনি-
স্বপনের জাল,
এসো, দিনের আলোতে কষে-
ধরি তার হাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
উন্মেষ ২৯/০৩/২০২০খুব ভালো লাগলো পড়তে
-
ফয়জুল মহী ১৭/০২/২০২০এক রাশ ভালো লাগার ভালোবাসা ll
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৭/০২/২০২০ভালো ।