ভাবনায় চোখে অাসে জল
ভাবনায় চোখে অাসে জল
অাঃ কাদির মিয়া
--------------------------
দেখিনা কিছু, পাইনা কিছু
তোর ভাবনায় চোখে অাসে জল।
নাইরে অামার সেই অাগের মতো,
তুকে অার খুজিবার বল।
থেমে নেই তবু,চলি খোঁড়ে খোঁড়ে,
অাশা জাগে মনে অার কিছু দূরে,
খুজে তোর পাব ঠিকানা।
কত ঝড় নীরবের রাত,
ঘুম ঘুম জাগিয়া প্রভাত।
ছুটে ছিলাম সেই কত দূর।
জীবনের সাধ গুলো,অসার বিফলে বলে,
অামি এক হৃদয় হীনা।
এই বুঝি ছিল মোর ভুল,
ক্লান্তির নিদ্রাতে এসে ছিলে তুমি অগো
কুসুমের জ্যাোতি লইয়ে, রাজন বেশেতে
শুয়ে, চেয়ে মোর অাঁখি পাতে করে ঝল-মল।
ছুঁইতে পারিনি তোমায়,বলিতে পারিনি কথা,
রজনীর স্বপনেতে শুধু, বলে গেলে এই টুকু ইশারায়,
হটাৎয়ের একটু দেখা।
-------------------
বানীঃ
------
সুন্দর, এত মন হরা কর,
এসো, সুন্দর ধরি চাষে।
যার,বীজ বীচালী- অন্তর, জ্যাোতি-
জীবকে ভালবাসে।
অাঃ কাদির মিয়া
--------------------------
দেখিনা কিছু, পাইনা কিছু
তোর ভাবনায় চোখে অাসে জল।
নাইরে অামার সেই অাগের মতো,
তুকে অার খুজিবার বল।
থেমে নেই তবু,চলি খোঁড়ে খোঁড়ে,
অাশা জাগে মনে অার কিছু দূরে,
খুজে তোর পাব ঠিকানা।
কত ঝড় নীরবের রাত,
ঘুম ঘুম জাগিয়া প্রভাত।
ছুটে ছিলাম সেই কত দূর।
জীবনের সাধ গুলো,অসার বিফলে বলে,
অামি এক হৃদয় হীনা।
এই বুঝি ছিল মোর ভুল,
ক্লান্তির নিদ্রাতে এসে ছিলে তুমি অগো
কুসুমের জ্যাোতি লইয়ে, রাজন বেশেতে
শুয়ে, চেয়ে মোর অাঁখি পাতে করে ঝল-মল।
ছুঁইতে পারিনি তোমায়,বলিতে পারিনি কথা,
রজনীর স্বপনেতে শুধু, বলে গেলে এই টুকু ইশারায়,
হটাৎয়ের একটু দেখা।
-------------------
বানীঃ
------
সুন্দর, এত মন হরা কর,
এসো, সুন্দর ধরি চাষে।
যার,বীজ বীচালী- অন্তর, জ্যাোতি-
জীবকে ভালবাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশা মনি ২৬/১২/২০১৮সুন্দর কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১২/২০১৮ভাবনা মনোহর।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/১২/২০১৮দারুণ