চিনলি নারে
চিনলি নারে
অাঃ কাদির মিয়া
-------------------------
চিনলি নারে অাসল ও মন-
বুঝলি না, কি তাই,
বুঝলি নিজের মতন করে-
ভাবনাতে জোর নাই।
অাসল যাহা, বুঝলো যে জন -
বুঝলো ভব তারে।
যেমনি করে ক্ষুদ্র ঝিনুক-
মুক্তা রতন কি দাম কিরুপ,
চিনলে পরে মরন যেনে ও-
ধরলো নিজ উদরে।
সাগর তবে চিনলো ঝিনুক -
অারতোে কিছু নয়,
মানির মানে সাজ ঘরে তার -
সন্তানের বিজয়।
কেউবা রবে রাজ প্রাসাদে-
কেউবা রানির ঘরে,
কেউবা নেড়ে দিল দরিয়া-
যেন- উঠবে পাহাড় চুড়ে।
অারে, অামি বুকে টেনে রাখবো তারে,
সবায় যেন কয়।
এমন ভাগ্য যেন তেন -
সব কপালে সয়?
অাঃ কাদির মিয়া
-------------------------
চিনলি নারে অাসল ও মন-
বুঝলি না, কি তাই,
বুঝলি নিজের মতন করে-
ভাবনাতে জোর নাই।
অাসল যাহা, বুঝলো যে জন -
বুঝলো ভব তারে।
যেমনি করে ক্ষুদ্র ঝিনুক-
মুক্তা রতন কি দাম কিরুপ,
চিনলে পরে মরন যেনে ও-
ধরলো নিজ উদরে।
সাগর তবে চিনলো ঝিনুক -
অারতোে কিছু নয়,
মানির মানে সাজ ঘরে তার -
সন্তানের বিজয়।
কেউবা রবে রাজ প্রাসাদে-
কেউবা রানির ঘরে,
কেউবা নেড়ে দিল দরিয়া-
যেন- উঠবে পাহাড় চুড়ে।
অারে, অামি বুকে টেনে রাখবো তারে,
সবায় যেন কয়।
এমন ভাগ্য যেন তেন -
সব কপালে সয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৫/১২/২০১৮অনেক সুন্দর
-
এম ডি সবুজ ২৪/১২/২০১৮ভালো লিখেছেন প্রিয়
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/১২/২০১৮বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১২/২০১৮ভালো।