www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিনলি নারে

চিনলি নারে
অাঃ কাদির মিয়া
-------------------------
চিনলি নারে অাসল ও মন-
বুঝলি না, কি তাই,
বুঝলি নিজের মতন করে-
ভাবনাতে জোর নাই।

অাসল যাহা, বুঝলো যে জন -
বুঝলো ভব তারে।
যেমনি করে ক্ষুদ্র ঝিনুক-
মুক্তা রতন কি দাম কিরুপ,

চিনলে পরে মরন যেনে ও-
ধরলো নিজ উদরে।
সাগর তবে চিনলো ঝিনুক -
অারতোে কিছু নয়,

মানির মানে সাজ ঘরে তার -
সন্তানের বিজয়।
কেউবা রবে রাজ প্রাসাদে-
কেউবা রানির ঘরে,

কেউবা নেড়ে দিল দরিয়া-
যেন- উঠবে পাহাড় চুড়ে।
অারে, অামি বুকে টেনে রাখবো তারে,
সবায় যেন কয়।
এমন ভাগ্য যেন তেন -
সব কপালে সয়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast