ঐ অাকাশের তারা গুলো
ঐ অাকাশের তারা গুলো
অাঃ কাদির মিয়া
-------------------------
ঐ অাকাশের তারা গুলো,
এই মাটিতে যারা ভালো-
চাঁদ সুরুজে দেয় তাদের ছালাম।
অায় কে যাবি অামার সাথে;
তাদের সাথে হাত মিলাতে-
অন্ধ কারের প্রদীপ ওরা-
প্রদীপ তার গোলাম।
ঐ অাকাশের বৃষ্টি গুলো,
এই মাটিতে ঘাম ঝড়ালো,
যার ; অাওলা কেশে মানুষের তরে।
ওরা, পরের লাইগা কাঁদলো বেশি,
নিজেকে বলে মেলাই দুষি-
ওদের ভ্রান্তি ধরায় চোখের পানি
মেঘ হইয়া জল পরে।
ঐ সাগরের তুফান ঝড়ে,
প্রাচীর ভেংঙ্গে-বৃক্ষ উড়ে-
প্রানি কুলে বান ডাকে মরন।
ফকির মণা শহর ধনী
দেখলো যেতার নয়ন মনি
ডেরায় বসে জপে গরু
ভাবের ই কীর্তন।
-----------------
বাণীঃ
____
মধুর ফোঁটাতে মধু-
এ কোন ফুলের মধু।
যার মুল অাছে, কুল নাই;
শুধু নামের যাদু।
অাঃ কাদির মিয়া
-------------------------
ঐ অাকাশের তারা গুলো,
এই মাটিতে যারা ভালো-
চাঁদ সুরুজে দেয় তাদের ছালাম।
অায় কে যাবি অামার সাথে;
তাদের সাথে হাত মিলাতে-
অন্ধ কারের প্রদীপ ওরা-
প্রদীপ তার গোলাম।
ঐ অাকাশের বৃষ্টি গুলো,
এই মাটিতে ঘাম ঝড়ালো,
যার ; অাওলা কেশে মানুষের তরে।
ওরা, পরের লাইগা কাঁদলো বেশি,
নিজেকে বলে মেলাই দুষি-
ওদের ভ্রান্তি ধরায় চোখের পানি
মেঘ হইয়া জল পরে।
ঐ সাগরের তুফান ঝড়ে,
প্রাচীর ভেংঙ্গে-বৃক্ষ উড়ে-
প্রানি কুলে বান ডাকে মরন।
ফকির মণা শহর ধনী
দেখলো যেতার নয়ন মনি
ডেরায় বসে জপে গরু
ভাবের ই কীর্তন।
-----------------
বাণীঃ
____
মধুর ফোঁটাতে মধু-
এ কোন ফুলের মধু।
যার মুল অাছে, কুল নাই;
শুধু নামের যাদু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/১২/২০১৮Nice.
-
মুন্সি আব্দুল কাদির ২২/১২/২০১৮Valo
-
সাইয়িদ রফিকুল হক ২১/১২/২০১৮ভালো।