www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নতুন পেন্টে ছিরা তালি

নতুন পেন্টে ছিরা তালি
অাঃ কাদির মিয়া
----------------------
বিশ্ব রে অাজ হেলায়-খেলায়
ধরলি এমন সাজ।
বিবেকের মাথায় পাগলের ঝুলি-

সুন্দরে যেন মল করে কোলা কুলি,
নতুন পেন্টে ছিরা- তালি।
বাবার ছাতা, বোরকা মায়ের-
রাখলো যারা ধরে।
অসৎয়ের ভিড়ে, অার রোদ্র ঝড়ে ও-
ওরা ক্ষতহীন হেসে ঘরে ফিরে।

নেই কোন ভয়, নেই সংশয়-
নেই কোন পাগলের কাজ,
বিশ্ব রে অাজ হেলায় খেলায়
ধরলি এমন সাজ
বিবেকের মাথায় পাগলের ঝুলি
সুন্দরে যেন মল করে কোলা কুলি,
নতুন পেন্টে ছিরা- তালি।

দাদুর মাথায় মাথলা পরা-
হাতে ধরা লাঙলের ঈষ।
চষে দিয়ে বিল পাড়ের
সরষে ক্ষেত গুলো,
মুখে বাজে রাখালের শিষ।

সেই যেন স্বপনের সুন্দরে ভরা-
ছিলো গানে সুন্দর কলি।
নেই অাজ ওরা-
মরে গেলো সবি।

পুরলো কপাল-
অার ফিরলো তবে,
ক্লান্ত প্রবাহে যুগ নতুনের ভবে,
নিখোঁত পেন্টে ছিড়া-তালি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast