শুভ হউক সবি জীবনের গান
শুভ হউক সবি জীবনের গান
অাঃ কাদির মিয়া
---------------------------
শুভ হউক, শুভ হউক,শুভ হউক,
হে, মহীয়ান।
মিনতি অামার করি বার বার,
মুছে দাও হিয়া নিরাশার দ্বার।
শুভ হউক সবি জীবনের গান।
অামি বাংলায় বলি কথা,
বাংলা অামার দেশ।
বিশ্ব আমার হৃদয়ের ডোরে,
সন্ধে প্রদীপ জ্বালো ঘরে ঘরে।
রেখোনা তুমি কারো চোখে জল,
অথৈ - পাগল কেশ।
ভোরের শিশির ঢাকলো জনিশি,
কলি ফুটা গোলাপের পল্লব।
অরুনের হাসি উকি মেরে বলে,
অামি ফুটাবো তুকে করে ঝলমলে।
তেজিয়া কিরন করিব হরন,
সেই করিয়া যুদ্ধ মল্ল।
পাহাড় বাহিয়া ঝর্না গুলো,
ভেসে পরে পাথরের বুক।
ডুবে কিছু থোড়া জেগে ছড় ছড়া
সুরে বেজে তোলে ঝড় সুখ।
তবে, বুক ভাসা জলে কান্না কেন -
বলো হে মহীয়ান।
মিনতি অামার করি বার বার,
অশ্রু নহে খুশিতে উজার।
শুভ হউক, শুভ হউক,শুভ হউক,
সবি জীবনের গান।
অাঃ কাদির মিয়া
---------------------------
শুভ হউক, শুভ হউক,শুভ হউক,
হে, মহীয়ান।
মিনতি অামার করি বার বার,
মুছে দাও হিয়া নিরাশার দ্বার।
শুভ হউক সবি জীবনের গান।
অামি বাংলায় বলি কথা,
বাংলা অামার দেশ।
বিশ্ব আমার হৃদয়ের ডোরে,
সন্ধে প্রদীপ জ্বালো ঘরে ঘরে।
রেখোনা তুমি কারো চোখে জল,
অথৈ - পাগল কেশ।
ভোরের শিশির ঢাকলো জনিশি,
কলি ফুটা গোলাপের পল্লব।
অরুনের হাসি উকি মেরে বলে,
অামি ফুটাবো তুকে করে ঝলমলে।
তেজিয়া কিরন করিব হরন,
সেই করিয়া যুদ্ধ মল্ল।
পাহাড় বাহিয়া ঝর্না গুলো,
ভেসে পরে পাথরের বুক।
ডুবে কিছু থোড়া জেগে ছড় ছড়া
সুরে বেজে তোলে ঝড় সুখ।
তবে, বুক ভাসা জলে কান্না কেন -
বলো হে মহীয়ান।
মিনতি অামার করি বার বার,
অশ্রু নহে খুশিতে উজার।
শুভ হউক, শুভ হউক,শুভ হউক,
সবি জীবনের গান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ২৩/১২/২০১৮চমৎকার
-
পি পি আলী আকবর ১৯/১২/২০১৮ভালো লিখেছেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/১২/২০১৮Good