www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো হে বিশ্ব মানবাধিকার

জাগো হে বিশ্ব মানবাধিকার
অাঃ কাদির মিয়া
-----------------------------
জাগো হে বিশ্ব দলে মানবাধিকার -
এক হয়ে গড়ি ভিত, জন স্বাস্থ্য সেবার।
টগবগে স্রোতস্বিনি দিলো ঐ ডাক-

জীবনের সব পুঁজি-
দানিয়া সে সহ খোঁজে,
এসো তার হাত ধরি-
সেতো,নাদিয়া মুরাদ।

জাত নেই,দল নেই,লাল ছাড়া রং নেই-
গড়া মোরা রক্তে মানুষ।
তাই, কারো দুঃখ শোক পারে-
বিবেকের হাত নেড়ে,

জীবন ও জিবিকা ধরি,রেখে মান হুঁশ।
জীব মোরা পৃথীবিতে এই ক্ষন কাল।
মরনের সারি ধরে, জীবনের শেষ দূরে,

গেলো কত বা অাছে বাকি, সবি গোলমাল।
তবে অাজ ভব জাগরনে,করে ধ্যান নিশিমনে-
শুনো ঐ অাকাশের বানী।
মরন অাধার ঘরে-

অালো নাহি যাবে ছেড়ে,
দানিলো যেজন-
ঐ মুক্ত হাতে ভব জন কল্যানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast