ফুল অার ফুল গুলো
ফুল অার ফুল গুলো
অাঃ কাদির মিয়া
-----------------------
ফুল অার ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে।
অাঘাতের ঝড় গুলো সুরে সুরে,
তালে তালে বাজে।
ফুল আর ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে।
সইতে পারিনা যে অার
এত জ্বালা এত দুঃখ
বুক পেতে মরনেরে,
সেও যেন বড় সুখ -
ঐ ফুটা তারা গুলো-
নীরবের নিশি দল বাধে ।
ফুল অার ফুল গুলো
চোখ বুজে কেন তারা কাঁদে।
জীবনের একদিনও নেই কোন খালি
অামি ছাড়া তোমাদের ছিলো কেউ মালি,
অাগুনের রোদ্রটা লয়ে যেন-
তুলে নিজ কাধে।
ফুল অার ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে
অঘাতের ঝড় গুলো
সুরে সুরে তালে তালে বাজে।
ফুল অার ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে।
অাঃ কাদির মিয়া
-----------------------
ফুল অার ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে।
অাঘাতের ঝড় গুলো সুরে সুরে,
তালে তালে বাজে।
ফুল আর ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে।
সইতে পারিনা যে অার
এত জ্বালা এত দুঃখ
বুক পেতে মরনেরে,
সেও যেন বড় সুখ -
ঐ ফুটা তারা গুলো-
নীরবের নিশি দল বাধে ।
ফুল অার ফুল গুলো
চোখ বুজে কেন তারা কাঁদে।
জীবনের একদিনও নেই কোন খালি
অামি ছাড়া তোমাদের ছিলো কেউ মালি,
অাগুনের রোদ্রটা লয়ে যেন-
তুলে নিজ কাধে।
ফুল অার ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে
অঘাতের ঝড় গুলো
সুরে সুরে তালে তালে বাজে।
ফুল অার ফুল গুলো,
চোখ বুজে কেন তারা কাঁদে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮বড্ড অগোছালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১২/২০১৮বেশ!
-
মুহাম্মদ রুমান ১৫/১২/২০১৮অসাধারন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/১২/২০১৮চমৎকার