আত্মহত্যা
আত্মহত্যা
অাঃ কাদির মিয়া
----------------
মরিবে কে এসো, অামার মৃত্যু দোকান -
বেচা কিনা করি অামি মৃত্যু তুফান।
দুঃখ ভরা জীবনের বলো কত দাম,
সাত সাগর সুখ দিলে, হবে কি সমান?
তবে, নিয়ে নাও সবি সুখ, জীবনের তরে -
এই কিছু সময়ের, জনমের ঘরে।
অাজ, বুঝিবে যে নিজ হাতে, মৃত্যুর সাধ-
কিনে নিলাম অামি সেই নরকের হাত।
অনন্ত জনমের ঐ পর পারে,
এই মৃত্যুটা দিবে অামায়, শত বার বারে।
সুখ, নেই-পৃথিবীতে, নেই সুখি জন।
সর্গ হৃদয় এর সেতো স্বর্গীয় ধন।
কষ্টের ঘাম ঝরা মরনের নদী,
পার হতে টুটি চেপে ধরিল সে যদি।
লাজুক শরমে মায়া, মমতার সুরে।
ডাকে সুখ স্বর্গ তারে মেলে সাত দোরে।
সেথা,ভাবনার নাহি গতী বলে ঐ সুখ,
অার, জীবনের ছিলো বলে,
রতি ধরা দুঃখ।
অাঃ কাদির মিয়া
----------------
মরিবে কে এসো, অামার মৃত্যু দোকান -
বেচা কিনা করি অামি মৃত্যু তুফান।
দুঃখ ভরা জীবনের বলো কত দাম,
সাত সাগর সুখ দিলে, হবে কি সমান?
তবে, নিয়ে নাও সবি সুখ, জীবনের তরে -
এই কিছু সময়ের, জনমের ঘরে।
অাজ, বুঝিবে যে নিজ হাতে, মৃত্যুর সাধ-
কিনে নিলাম অামি সেই নরকের হাত।
অনন্ত জনমের ঐ পর পারে,
এই মৃত্যুটা দিবে অামায়, শত বার বারে।
সুখ, নেই-পৃথিবীতে, নেই সুখি জন।
সর্গ হৃদয় এর সেতো স্বর্গীয় ধন।
কষ্টের ঘাম ঝরা মরনের নদী,
পার হতে টুটি চেপে ধরিল সে যদি।
লাজুক শরমে মায়া, মমতার সুরে।
ডাকে সুখ স্বর্গ তারে মেলে সাত দোরে।
সেথা,ভাবনার নাহি গতী বলে ঐ সুখ,
অার, জীবনের ছিলো বলে,
রতি ধরা দুঃখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮বেশ।
-
নাসরীন আক্তার রুবি ১৫/১২/২০১৮চমৎকার কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১২/২০১৮আত্মহত্যা মহাপাপ।