ভাসাই তরী হেঁইয়ো
ভাসাই তরী হেঁইয়ো
অাঃ কাদির মিয়া
-----------------------
বাংলা গাছে সোনার পাখি ঢালছে হৃদয় জল,
সেতো উঠছে বেড়ে আকাশ সীমায়,
ধরছে সোনার ফল
হাঁড়ি ঝুড়ি খোরা সেতো,নেই কিছু আর বাকি।
ভরলো সবাই ভরতে আরও,ডাকছে সোনার পাখি।
নর কি মাদি যায়না বুঝা,এমনি পাগল বেশ।
তার কোথাও নেংটি,কোথাও ঘোমটা-
বীর সিপাহী দেশের যমটা,
ধরলো পেঁচে কন্ঠ ঘেসে, মাথার লম্বা কেশ।
এমনি করে সোনার পাখি, দেশ -বিদেশে উড়ে।
বাংলা গাছের শিকর বিচি, গাড়ছে খুড়ে খুড়ে।
বিশ্ব বলে চোখ মেলিয়া এ কোন গাছের ফল।
যার কানায় কানায় ফলছে সোনা, মিষ্টি নদীর জল।
সোনার পাখি বলছে মোদের লাল সবুজের দেশ।
ঐ মুক্তি বীরের রক্তে গড়া, অামায় ওরা করছে তারা।
ঘুমিয়ে যেন বুকের কাতে, জড়িয়ে অাচল কেশ।
ঝর ছোবল অার ক্ষুধার জ্বালা,
পদ্মা পাড়ের মাঝি মাল্লা।
সোনার পাখি নৌকা ভরে, ডানায় দিল ভর।
সাত সাগর ঐ দিয়ে পাড়ি, সব জ্বালাতন পুটলি ঝারি
ফিরে এবার চোখ নিমিশেই, যাত্রী করে পার।
সকল জ্বালার ঘাম জুড়ানো, তোপ মুছিয়া ঘুম পাড়ানু।
সোনার পাখি নৌকায় বসে, ডাকে দেশের ভাইয়ো।
অায় ছুটে অায় কোমর বেধে -
ভাসাই তরী হেঁইয়ো
অাঃ কাদির মিয়া
-----------------------
বাংলা গাছে সোনার পাখি ঢালছে হৃদয় জল,
সেতো উঠছে বেড়ে আকাশ সীমায়,
ধরছে সোনার ফল
হাঁড়ি ঝুড়ি খোরা সেতো,নেই কিছু আর বাকি।
ভরলো সবাই ভরতে আরও,ডাকছে সোনার পাখি।
নর কি মাদি যায়না বুঝা,এমনি পাগল বেশ।
তার কোথাও নেংটি,কোথাও ঘোমটা-
বীর সিপাহী দেশের যমটা,
ধরলো পেঁচে কন্ঠ ঘেসে, মাথার লম্বা কেশ।
এমনি করে সোনার পাখি, দেশ -বিদেশে উড়ে।
বাংলা গাছের শিকর বিচি, গাড়ছে খুড়ে খুড়ে।
বিশ্ব বলে চোখ মেলিয়া এ কোন গাছের ফল।
যার কানায় কানায় ফলছে সোনা, মিষ্টি নদীর জল।
সোনার পাখি বলছে মোদের লাল সবুজের দেশ।
ঐ মুক্তি বীরের রক্তে গড়া, অামায় ওরা করছে তারা।
ঘুমিয়ে যেন বুকের কাতে, জড়িয়ে অাচল কেশ।
ঝর ছোবল অার ক্ষুধার জ্বালা,
পদ্মা পাড়ের মাঝি মাল্লা।
সোনার পাখি নৌকা ভরে, ডানায় দিল ভর।
সাত সাগর ঐ দিয়ে পাড়ি, সব জ্বালাতন পুটলি ঝারি
ফিরে এবার চোখ নিমিশেই, যাত্রী করে পার।
সকল জ্বালার ঘাম জুড়ানো, তোপ মুছিয়া ঘুম পাড়ানু।
সোনার পাখি নৌকায় বসে, ডাকে দেশের ভাইয়ো।
অায় ছুটে অায় কোমর বেধে -
ভাসাই তরী হেঁইয়ো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০২/২০১৯ভাসুক তরী।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/১২/২০১৮বাহ!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১২/১২/২০১৮ভালো। পোষ্ট দেয়ার আগে ফিচারটি আবার দেখে নিবেন।
আপনার জন্য শুভেচ্ছা রইলো।