দল প্রধান ই সর্বসেরা
দল প্রধান -ই সর্বসেরা
অাঃ কাদির মিয়া
-------------------------
দল প্রধান ই সর্বসেরা-
সবার উপর বড়,
মানবেই যদি অার কেন ভুল -
অবাধ্যতা ছাড়ো।
অাজ, দেশ জনতা শক্তি দেশের -
করবে বিচার তাই,
মুক্ত ধারা যুক্ত মনে-
দেশের প্রধান কোন সেজনে,
তন্ন তন্ন নিখুঁত নিপুণ-
করবে সে বাছাই।
এ দেশ খানি গড়লো যে জন-
বাংলা জাতির তরে,
অাহা, মারলো তারে স্বজন সহ-
সৈরপিশাচ-নরে।
লক্ষ শহীদ এক ডাকে তাঁর -
ফোঁটায় ফোঁটায় করে,
রক্ত দিয়ে শত্রু মেরে-
বাংলা অানে কেড়ে।
জাগো হে---- জাগো ও বঙ্গালি-
রাত পোহালে তবে,
শোন, ঐ ডাকে শেখ মাল্লা মোদের-
ভাগ্য খেলা হবে।
তাই,অামার কলম বলবে কথা-
এ দেশ জাতির তরে,
ঐ দেখো ছইয়ে উড়ন্ত পাল -
অকাল পাড়ে যার হাতে হাল,
এবার-
নৌকা ভরে ফলবে সোনা-
বঙ্গ বন্ধুর ঘরে।
অাঃ কাদির মিয়া
-------------------------
দল প্রধান ই সর্বসেরা-
সবার উপর বড়,
মানবেই যদি অার কেন ভুল -
অবাধ্যতা ছাড়ো।
অাজ, দেশ জনতা শক্তি দেশের -
করবে বিচার তাই,
মুক্ত ধারা যুক্ত মনে-
দেশের প্রধান কোন সেজনে,
তন্ন তন্ন নিখুঁত নিপুণ-
করবে সে বাছাই।
এ দেশ খানি গড়লো যে জন-
বাংলা জাতির তরে,
অাহা, মারলো তারে স্বজন সহ-
সৈরপিশাচ-নরে।
লক্ষ শহীদ এক ডাকে তাঁর -
ফোঁটায় ফোঁটায় করে,
রক্ত দিয়ে শত্রু মেরে-
বাংলা অানে কেড়ে।
জাগো হে---- জাগো ও বঙ্গালি-
রাত পোহালে তবে,
শোন, ঐ ডাকে শেখ মাল্লা মোদের-
ভাগ্য খেলা হবে।
তাই,অামার কলম বলবে কথা-
এ দেশ জাতির তরে,
ঐ দেখো ছইয়ে উড়ন্ত পাল -
অকাল পাড়ে যার হাতে হাল,
এবার-
নৌকা ভরে ফলবে সোনা-
বঙ্গ বন্ধুর ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার সরকার ১০/১২/২০১৮অনেক ভালো কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৮দেশপ্রেমের চিত্র।
-
সাঁঝের তারা ০৯/১২/২০১৮বেশ
-
রাহুল শীল(হুসবসার) ০৯/১২/২০১৮বাহ্