জ্ঞান সমুদ্র
জ্ঞান সমুদ্র
অাঃ কাদির মিয়া
--------------------
শিখতে পারিনি অামি,
লিখনের পাতা।
এই যেন কিছু লেখা
কিছু অাঁকা জাঁকা।
সমুদ্র খানি যেন জ্ঞানের কালি।
সেথা
লিখনির মুখ ছুঁয়ে কিছু নেই তুলি।
রব,নুরে জ্ঞান প্রদীপ
এক মহা গুনি-
ভব কুলে ঢেলে দেয়,
তার মধু বানী।
যত করে কুড়াল যে,
স্মৃতির পাতায়।
ঐ গুন সনদে সে,
জ্ঞানের খাতায়।
ঈশ জ্ঞান পাঠাগার নাহি ভুবন অালয়
সেতো বাম বুক কাতে ঘড়া মহা বিদ্যালয়।
অাঃ কাদির মিয়া
--------------------
শিখতে পারিনি অামি,
লিখনের পাতা।
এই যেন কিছু লেখা
কিছু অাঁকা জাঁকা।
সমুদ্র খানি যেন জ্ঞানের কালি।
সেথা
লিখনির মুখ ছুঁয়ে কিছু নেই তুলি।
রব,নুরে জ্ঞান প্রদীপ
এক মহা গুনি-
ভব কুলে ঢেলে দেয়,
তার মধু বানী।
যত করে কুড়াল যে,
স্মৃতির পাতায়।
ঐ গুন সনদে সে,
জ্ঞানের খাতায়।
ঈশ জ্ঞান পাঠাগার নাহি ভুবন অালয়
সেতো বাম বুক কাতে ঘড়া মহা বিদ্যালয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শামিম ইশতিয়াক ০৮/১২/২০১৮ভালো লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১২/২০১৮বেশ তো!
-
আশা মনি ০৮/১২/২০১৮good poem!