www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অরিএী জায় চলে

অরিএী যায় চলে
অাঃ কাদির মিয়া
----------------------
ফুল ফুটানি ভ্রমর তোমার
শুলে মাখা বিষ।

ফুলের কানে গুন গুনানি
পায় কি ব্যথা ইস।

তোমার শুলে থাকবে মধু-
মায়া ভরা সুর।

শিশু কলি ফুটবে হেসে -
খুলবে রাজার দোর।

তোমার কথার ছন্দ মালায়-
ওদের জীবন খানি।

ওঠবে শিখে জাতের জাতে-
চিনবে মান, অার হানি।

তুমি শাসক পিতার স্নেহে
ওদের করা ভুলে।

এমনি বিচার ভুল করোনা
যেন অরিএী যায় চলে।

(প্রথম আলো- ০৬/১২/২০১৮- অরিত্রী মৃত্যু সমন্ধে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast