অরিএী জায় চলে
অরিএী যায় চলে
অাঃ কাদির মিয়া
----------------------
ফুল ফুটানি ভ্রমর তোমার
শুলে মাখা বিষ।
ফুলের কানে গুন গুনানি
পায় কি ব্যথা ইস।
তোমার শুলে থাকবে মধু-
মায়া ভরা সুর।
শিশু কলি ফুটবে হেসে -
খুলবে রাজার দোর।
তোমার কথার ছন্দ মালায়-
ওদের জীবন খানি।
ওঠবে শিখে জাতের জাতে-
চিনবে মান, অার হানি।
তুমি শাসক পিতার স্নেহে
ওদের করা ভুলে।
এমনি বিচার ভুল করোনা
যেন অরিএী যায় চলে।
(প্রথম আলো- ০৬/১২/২০১৮- অরিত্রী মৃত্যু সমন্ধে)
অাঃ কাদির মিয়া
----------------------
ফুল ফুটানি ভ্রমর তোমার
শুলে মাখা বিষ।
ফুলের কানে গুন গুনানি
পায় কি ব্যথা ইস।
তোমার শুলে থাকবে মধু-
মায়া ভরা সুর।
শিশু কলি ফুটবে হেসে -
খুলবে রাজার দোর।
তোমার কথার ছন্দ মালায়-
ওদের জীবন খানি।
ওঠবে শিখে জাতের জাতে-
চিনবে মান, অার হানি।
তুমি শাসক পিতার স্নেহে
ওদের করা ভুলে।
এমনি বিচার ভুল করোনা
যেন অরিএী যায় চলে।
(প্রথম আলো- ০৬/১২/২০১৮- অরিত্রী মৃত্যু সমন্ধে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/১২/২০১৮ভালো। যায় হবে। শিরোনাম টা দেখুন
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১২/২০১৮সুন্দর।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/১২/২০১৮বড়ই বেদনার