অাকাশ ও জমিনের কথোপকথন
অাকাশ ও জমিনের কথোপকথন
অাঃ কাদির মিয়া
----------------------------
বলতো অাকাশ প্রভু কোথায়?
অাকাশ! অামি অাছি ধরে।
জমিন বলে, অামি ও অামার
মধ্যে এক এক করে।
ধরছে সবায় ঘরছে যাহা,
মরছে যত জীব।
এক ধরাতে অামরা সবায়,
জীব সহ নির্জীব।
উরছে বাতাস দেখিনা,
তার বল দেখি এক ঝরে।
দৈত্য বেড়ে পর্বতি গাছ,
ভাংলো কেমন করে।
জমিন! বলতো বাতাস মূল্য কি তোর?
বাতাস! অামার উরা টেনে দম পেলো সব প্রানি
কুলে অামায় বাঁচার রাজা মেনে।
জমিন! বলতো অাকাশ, শক্তি কি তোর?
অাকাশ! অামার ভাসা পানি,
বর্ষনে তোর বৃক্ষ ফলে-
জীবের রসদ খানি।
সূর্য জাগে পূব দিকে মোর,
ডুবেও অামার বুকে।
রাত হলে তাই সব প্রানী কুল-
ঘুমায় অাপন সুখে।
তবে একটা কথার বুঝ অাসেনা
বলতো জমিন ভাই,
অামরা সবাই এত খেটে -
পুন্য কি কামাই?
জমিন! শোন অাকাশ, তুই -ভাসা পানি,
দুই তামা, তিন লৌহ জানি -
চার রুপা, পাঁচ স্বর্ন অাকাশ,
মারোয়ারিদ ছয়।
রক্ত বর্ন ইয়াকুত সাতে-
যা কিছু রয়েছে তাতে,
সব মিলিয়ে পুন্য মাপের,
সাগর তফাত রয়।
তার কাছে ঐ একটি মানুষ -
যার, স্বর্ন রুপার নেই কোন তুষ।
যদিও অামরা সকল তুখর -
ঈর্ষা ধরা মানে।
মোদের সকল গেলো ভেসে,
ঐ মানুষের এক দিবসে।
এক রজনীর এক সেহ্ রী -
এক রোজা রমজানে।
অাঃ কাদির মিয়া
----------------------------
বলতো অাকাশ প্রভু কোথায়?
অাকাশ! অামি অাছি ধরে।
জমিন বলে, অামি ও অামার
মধ্যে এক এক করে।
ধরছে সবায় ঘরছে যাহা,
মরছে যত জীব।
এক ধরাতে অামরা সবায়,
জীব সহ নির্জীব।
উরছে বাতাস দেখিনা,
তার বল দেখি এক ঝরে।
দৈত্য বেড়ে পর্বতি গাছ,
ভাংলো কেমন করে।
জমিন! বলতো বাতাস মূল্য কি তোর?
বাতাস! অামার উরা টেনে দম পেলো সব প্রানি
কুলে অামায় বাঁচার রাজা মেনে।
জমিন! বলতো অাকাশ, শক্তি কি তোর?
অাকাশ! অামার ভাসা পানি,
বর্ষনে তোর বৃক্ষ ফলে-
জীবের রসদ খানি।
সূর্য জাগে পূব দিকে মোর,
ডুবেও অামার বুকে।
রাত হলে তাই সব প্রানী কুল-
ঘুমায় অাপন সুখে।
তবে একটা কথার বুঝ অাসেনা
বলতো জমিন ভাই,
অামরা সবাই এত খেটে -
পুন্য কি কামাই?
জমিন! শোন অাকাশ, তুই -ভাসা পানি,
দুই তামা, তিন লৌহ জানি -
চার রুপা, পাঁচ স্বর্ন অাকাশ,
মারোয়ারিদ ছয়।
রক্ত বর্ন ইয়াকুত সাতে-
যা কিছু রয়েছে তাতে,
সব মিলিয়ে পুন্য মাপের,
সাগর তফাত রয়।
তার কাছে ঐ একটি মানুষ -
যার, স্বর্ন রুপার নেই কোন তুষ।
যদিও অামরা সকল তুখর -
ঈর্ষা ধরা মানে।
মোদের সকল গেলো ভেসে,
ঐ মানুষের এক দিবসে।
এক রজনীর এক সেহ্ রী -
এক রোজা রমজানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলামিন হোসেন ০৫/১২/২০১৮ভালো লেগেছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১২/২০১৮ভালো।