বঙ্গ মাতা
বঙ্গ মাতা
অাঃ কাদির মিয়া
---------------------------
ফজিলাতুন্নেছা ওহে, তুমি মমতা,
বীর শহিদের দেশে তুমি বঙ্গ মাতা।
খুনে লাল টগবগে জামাল, কামাল-
বরকত,রফিকেরা,রাসেলের দল।
তোর ঝরা অশ্রুতে বজ্র ব্যথা।
মাগো, ঢেকে দিল মেঘ হয়ে নীল নীলিমা,
শত, শোকে ভরা বুক খানি এত কান্না,
তবু, আচলে বাধিল মোদের তোর কন্যা।
তারি হৃদয়ের ডোর খানি যেন ভেসে ভেসে,
হারাল এই পদ্ম, মেঘনা, যমুনার দেশে।
ঐ দেখি, ঐ হাতে, উড়ে পতাকা
সবুজের মাঝে লাল চিহ্ন গাথা।
বিশ্ব ভূবন ওকে, ডেকে ডেকে বলে।
শুনি, এসো বীর এসো রানী, এসো মোর দলে।
সবুজ শ্যামলে ঘেরা, বঙ্গ তরী-
রাখিলে যেমনি করে বুকেতে ধরি।
ধন্য হে বীর, ধন্য রানী, ধন্য বীর পিতা।
শত ধন্য ওহে, ফজিলাতুন্নেছা তুমি বঙ্গ মাতা।
অাঃ কাদির মিয়া
---------------------------
ফজিলাতুন্নেছা ওহে, তুমি মমতা,
বীর শহিদের দেশে তুমি বঙ্গ মাতা।
খুনে লাল টগবগে জামাল, কামাল-
বরকত,রফিকেরা,রাসেলের দল।
তোর ঝরা অশ্রুতে বজ্র ব্যথা।
মাগো, ঢেকে দিল মেঘ হয়ে নীল নীলিমা,
শত, শোকে ভরা বুক খানি এত কান্না,
তবু, আচলে বাধিল মোদের তোর কন্যা।
তারি হৃদয়ের ডোর খানি যেন ভেসে ভেসে,
হারাল এই পদ্ম, মেঘনা, যমুনার দেশে।
ঐ দেখি, ঐ হাতে, উড়ে পতাকা
সবুজের মাঝে লাল চিহ্ন গাথা।
বিশ্ব ভূবন ওকে, ডেকে ডেকে বলে।
শুনি, এসো বীর এসো রানী, এসো মোর দলে।
সবুজ শ্যামলে ঘেরা, বঙ্গ তরী-
রাখিলে যেমনি করে বুকেতে ধরি।
ধন্য হে বীর, ধন্য রানী, ধন্য বীর পিতা।
শত ধন্য ওহে, ফজিলাতুন্নেছা তুমি বঙ্গ মাতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১২/২০১৮সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০১৮সুন্দর কথামালা।